শ্রমমন্ত্রী মলয় ঘটক
লকডাউনের মধ্যে নানা ধরনের শ্রমিক ও কৃষকদের বিশেষ সহায়তার জন্য রাজ্য সরকারকে আর্জি জানাল সিপিআই (এম-এল) লিবারেশন এবং এআইসিসিটিইউ। জরুরি পরিস্থিতিতে কী ভাবে চা-বাগানে কাজ হবে, তা নিয়ে রাজ্য সরকার নির্দেশ দেওয়া সত্ত্বেও বাগান কর্তৃপক্ষ তা মানছেন না বলে শ্রমমন্ত্রী মলয় ঘটককে চিঠি দিয়ে অভিযোগ জানিয়েছেন এআইসিসিটিইউ-এর রাজ্য নেতা বাসুদেব বসু। নির্মাণ শ্রমিকদের জন্য পাঁচ হাজার টাকা এককালীন সহায়তা এবং মুখ্যমন্ত্রীর ঘোষিত ‘প্রচেষ্টা’ প্রকল্পে এক হাজার টাকা সহায়তাপ্রাপকদের তালিকায় বিড়ি শ্রমিকদের অন্তর্ভুক্ত করার দাবিও জানিয়েছেন তিনি। অনেক গ্রামীণ হাট বন্ধ বলে সরাসরি গ্রামে কৃষকদের কাছ থেকে ফসল কিনে লাভজনক দরে সরকারই এখন বিক্রির দায়িত্ব নিক, এই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছেন লিবারেশনের রাজ্য সম্পাদক পার্থ ঘোষ। পরিচারিকা, মুটে-মজুর, রিকশাচালকদের মতো প্রান্তিক মানুষের বাড়িতে খাবার পৌঁছে দিতে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন পিডিএসের রাজ্য সম্পাদক অনুরাধা পূততুণ্ড।