বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।
পার্শ্ব-শিক্ষকদের সমস্যার সমাধানে অবিলম্বে হস্তক্ষেপ চেয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। বিধানসভার অধিবেশন শুরু হচ্ছে আজ, শুক্রবার। সেখানে পার্শ্ব-শিক্ষকদের দাবি-দাওয়ার কথা তুলতে চায় বিরোধী বাম ও কংগ্রেস। তার আগে বৃহস্পতিবার মুখ্যমন্ত্রীকে সুজনবাবু লিখেছেন, পার্শ্ব-শিক্ষকদের অনশন-আন্দোলন ১৪ দিনে পড়েছে। তাঁরা যে সামান্য বেতন পান, তাতে দুর্মূল্যের বাজারে জীবন নির্বাহ করা কঠিন। তাই তাঁদের দাবির নিষ্পত্তি হওয়া প্রয়োজন। সেই সঙ্গেই সুজনবাবু মনে করিয়ে দিয়েছেন, ‘আন্দোলনরত মাস্টারমশাইরা সেই দাবিটুকুই মূলত করছেন, যা বিরোধী নেত্রী থাকাকালীন পার্শ্ব-শিক্ষকদের ধর্না-মঞ্চে আপনি (মমতা) দাবি করেছিলেন এবং ২০১১ সালের ৩ জুন মুখ্যমন্ত্রী হিসেবে মহাকরণ থেকে পার্শ্ব-শিক্ষকদের জন্য আপনি ঘোষণা করেছিলেন। তাঁদের দাবি অবশ্যই সঙ্গত’।