মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি পিটিআই।
স্বাস্থ্যবিধি মেনে যে ভাবে কলকাতায় মেট্রো রেল চালু হয়েছে, সে ভাবেই লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবিতে এ বার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বাম ও কংগ্রেস। মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তীর দাবি, লোকাল ট্রেন চালু করার বিষয়ে রাজ্য সরকার অবিলম্বে রেলের সঙ্গে আলোচনায় বসুক।
মুখ্যমন্ত্রীকে মঙ্গলবার পাঠানো চিঠিতে দুই বিরোধী নেতার বক্তব্য, অফিস-কাছারি, বাজার-হাট সবই খোলা রয়েছে। ট্রেন নেই বলে বাসে উপচে পড়া ভিড় হচ্ছে, ভাড়াও বেশি নেওয়া হচ্ছে। অটো-টোটোর ক্ষেত্রে সমদূরত্বে ভাড়া বেড়ে গিয়েছে।
পরিবহণের অপ্রতুলতার জন্য ভিড় ও খরচ, দুই-ই বাড়ছে। চিঠিতে মান্নান ও সুজনবাবু লিখেছেন, ‘মধ্যবিত্ত, গরিব ও দৈনিক কাজের উপরে নির্ভরশীল মানুষের অনেককেই কাজের ক্ষেত্র থেকে দূরে থাকতে হচ্ছে।
আরও পড়ুন: হুড খোলা দোতলা বাসে শহর ভ্রমণ
আরও পড়ুন: আয়ুষ মিশনের টাকা খরচে ব্যর্থ রাজ্য
চোখের সামনে দিয়ে ট্রেন চলে যাচ্ছে অথচ তাতে মানুষ উঠতে পারবেন না— এ কেমন নিয়ম’? যে ভাবে স্টেশনে স্টেশনে বিক্ষোভ ছড়াচ্ছে, তার প্রেক্ষিতে মেট্রোর মতোই সব শাখায় লোকাল ট্রেন চালানোর জন্য রেলের সঙ্গে রাজ্যের আলোচনার দাবি জানিয়েছেন দুই নেতা।