পরিষদীয় তথ্যবিদ দিলীপ প্রয়াত

কলকাতা পুরসভায় সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দিলীপবাবু সেই ১৯৫২ সাল থেকে পশ্চিমবঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের তথ্য সংকলন করে বই লিখেছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৫ জুলাই ২০১৯ ০৪:২০
Share:

প্রয়াত হলেন বাংলার রাজনৈতিক ইতিহাস ও পরিষদীয় রীতিনীতির বিশেষজ্ঞ দিলীপ বন্দ্যোপাধ্যায় (৮৭)। বেশ কিছু দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। এসএসকেএম হাসপাতালে রবিবার সকালে তাঁর মৃত্যু হয়। কলকাতা পুরসভায় সিপিএমের প্রাক্তন কাউন্সিলর দিলীপবাবু সেই ১৯৫২ সাল থেকে পশ্চিমবঙ্গে লোকসভা ও বিধানসভা নির্বাচনের তথ্য সংকলন করে বই লিখেছিলেন। যে বইয়ের প্রতিটি সংস্করণ বিধানসভার গ্রন্থাগার থেকে শুরু করে রাজনৈতিক শিবিরে সমাদৃত ছিল। বিরোধী দলনেতা আব্দুল মান্নান যে কারণে বলেছেন, ‘‘এক জন অভিভাবককে হারালাম। বিধানসভায় যে কোনও সিদ্ধান্তের ব্যাপারে তাঁর কাছ থেকে পরামর্শ পেতাম।’’ একই সুরে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন পরিষদীয় মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। এসএসকেএম থেকে আলিমুদ্দিনে আনা হলে দিলীপবাবুর মরদেহে শেষ শ্রদ্ধা জানান সিপিএম নেতৃত্ব। পাইকপাড়ার বাড়ি, এলাকার দলীয় কার্যালয় ঘুরে রতনবাবুর ঘাটে শেষকৃত্য সম্পন্ন হয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement