রাজ্যপালের কাছে মহিলা প্রতিনিধিরা

নারী নিগ্রহের ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করেছেন নেত্রীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৯ ০১:৩৩
Share:

ছবি: পিটিআই।

পার্শ্ব-শিক্ষকদের প্রতি রাজ্য সরকারের ‘অমানবিক’ আচরণ এবং নানা জায়গায় বেড়ে চলা নারী নিগ্রহের ঘটনার প্রতিবাদ জানাতে রাজ্যপাল জগদীপ ধনখড়ের দ্বারস্থ হলেন বাম মহিলা সমন্বয় কমিটির নেত্রীরা।

Advertisement

গণতান্ত্রিক মহিলা সমিতির কনীনিকা বসু ঘোষ, পশ্চিমবঙ্গ মহিলা সমিতির শ্যামশ্রী দাস, নিখিল বঙ্গ মহিলা সঙ্ঘের সর্বাণী ভট্টাচার্য, অগ্রগামী মহিলা সমিতির ডলি রায়েরা বুধবার রাজ্যপালকে জানান, পার্শ্ব-শিক্ষকেরা তাঁদের বেতন কাঠামোয় ন্যায্য দাবি নিয়েই আন্দোলন করছেন। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার অজস্র দিকে টাকা অপচয় করছে অথচ পার্শ্ব-শিক্ষকদের সঙ্গে কথা বলে তাঁদের সমস্যা মেটাতে চাইছে না। সমস্যার সমাধানে রাজ্যপালের হস্তক্ষেপ চাওয়ার পাশাপাশিই নারী নিগ্রহের ঘটনায় দৃষ্টান্তমূলক পদক্ষেপ দাবি করেছেন নেত্রীরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement