বামেদের মহামিছিল শহরে ৬ ডিসেম্বর

আলিমুদ্দিনে বুধবার প্রথমে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী এবং পরে ১৭টি বাম দলের বৈঠকে ওই কর্মসূচি চূড়ান্ত হয়েছে। ঠিক হয়েছে, ১৭ বাম দলের তরফে এসইউসি-কেও ৬ ডিসেম্বরের মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৪ নভেম্বর ২০১৯ ০১:৪৯
Share:

ছবি পিটিআই।

বাবরি মসজিদ ধ্বংসের ২৭ তম বর্ষপূর্তির দিন শহরে মহামিছিলের ডাক দিল বামেরা। সাম্প্রদায়িকতা-বিরোধী দিবস হিসেবে ওই দিনটি পালন করা হয়। এ বার ৬ ডিসেম্বর বামেদের মিছিল হবে ধর্মতলা থেকে রাজাবাজার পর্যন্ত। মিছিল শেষে রাজাবাজারে হবে একটি সভাও।

Advertisement

আলিমুদ্দিনে বুধবার প্রথমে সিপিএম রাজ্য সম্পাদকমণ্ডলী এবং পরে ১৭টি বাম দলের বৈঠকে ওই কর্মসূচি চূড়ান্ত হয়েছে। ঠিক হয়েছে, ১৭ বাম দলের তরফে এসইউসি-কেও ৬ ডিসেম্বরের মিছিলে অংশগ্রহণ করার অনুরোধ জানানো হবে। অতীতে সাম্প্রদায়িকতা-বিরোধী কর্মসূচিতে বামফ্রন্টের পাশাপাশিই যোগ দিয়েছে এসইউসি। ওই মিছিল বাম দলগুলি শুধু নিজেদের কর্মসূচি হিসেবেই পালন করতে চাইছে। চিত্তরঞ্জন থেকে কলকাতা পর্যন্ত ২৮৩ কিলোমিটার ‘লং মার্চ’-এ সিপিএমের সব গণসংগঠনের পাশাপাশি ১৭ বাম দলও সাধ্যমতো পা মেলাবে বলে এ দিন ঠিক হয়েছে। ওই পদযাত্রায় বামেদের সঙ্গেই অংশগ্রহণ করার কথা কংগ্রেস এবং তাদের শাখা সংগঠনের। উত্তরবঙ্গে কোচবিহার থেকে শুরু হয়ে অন্য একটি পদযাত্রা শিলিগুড়ি পৌঁছবে ১০ ডিসেম্বর। উত্তরবঙ্গের পদযাত্রাতেও কংগ্রেসকে সামিল হওয়ার আহ্বান জানিয়েছে বামেরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement