এসএফআই-'এর প্রতিবাদ মিছিল। ডান দিকে, পিএসইউ-এর প্রতিবাদ।—নিজস্ব চিত্র।
কেন্দ্রের নতুন জাতীয় শিক্ষানীতির বিরোধিতায় নেমেছে বাম ছাত্র সংগঠনগুলি। রাজ্যের ন্যূনতম ভূমিকা না রেখে কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে ‘চাপিয়ে দেওয়া’ এই নীতির ফলে শিক্ষায় বেসরকারিকরণ, বাণিজ্যকরণ ও গৈরিকীকরণের পথ প্রশস্ত হবে বলে তাদের অভিযোগ। নতুন শিক্ষানীতির প্রতিবাদেই শুক্রবার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে কলেজ স্ট্রিট পর্যন্ত মিছিল করল এসএফআই। এই নীতির বিরোধিতা করে আগামী ১৫ অগস্টের মধ্যে কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রকের কাছে গণ-ইমেল পাঠানোরও পরিকল্পনা নিয়েছে তারা। নতুন শিক্ষানীতি বাতিলের দাবিতে রাজ্যের বিভিন্ন জেলায় পোস্টার হাতে ও শিক্ষানীতির অনুলিপি পুড়িয়ে বিক্ষোভের কর্মসূচি নিয়েছে আরএসপি-র ছাত্র সংগঠন পিএসইউ-ও। ইদের পরেও তাদের বিক্ষোভ চলবে।