DYFI

মইদুলের মৃত্যুর প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ বাম ছাত্র যুবদের

পশ্চিম বর্ধমানে আসানসোলে জিটি রোডে মিছিল করে গিয়ে বিএনআর মোড়ে প্রায় ঘণ্টা খানেক রাস্তা অবরোধ করেন বাম ছাত্র যুব কর্মী সমর্থকরা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ান বিক্ষোভকারীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ ফেব্রুয়ারি ২০২১ ২২:৪৩
Share:

আসানসোলে বামেদের বিক্ষোভ। নিজস্ব চিত্র।

নবান্ন অভিযানে অংশ নেওয়া ডিওয়াইএফআই সদস্য মইদুল ইসলাম মিদ্যার মৃত্যুর প্রতিবাদে রাজ্যের বিভিন্ন জেলায় প্রতিবাদ অবরোধ কর্মসূচি পালন করলেন বাম ছাত্র যুব সমর্থকরা। সোমবার দুপুর থেকে শুরু হয়ে যায় বিক্ষোভ মিছিল।

Advertisement

বিক্ষোভ কর্মসূচির মাঝে এসএফআইয়ের রাজ্য দফতর দীনেশ মজুমদার ভবনে মইদুলকে শেষশ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী, বিধানসভার বিরোধী দলনেতা আব্দুল মান্নান, বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র, সিপিএম নেতা মহম্মদ সেলিম, সুজন চক্রবর্তীরা। আর দুপুর থেকে দক্ষিণ চব্বিশ পরগনা দুই বর্ধমান পুরুলিয়া-সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ শুরু করেন বাম কর্মীরা। বারাসতের কলোনি মোড়ে রাস্তা অবরোধ হয়। আসানসোলে রাস্তায় নেমে প্রতিবাদ, পূর্বস্থলীতে রেল অবরোধ করেন বাম কর্মী-সমর্থকেরা।

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার স্টেশন বাজার থেকে প্রশাসনিক ভবন পর্যন্ত ধিক্কার মিছিল করেন ডিওয়াইএফআই এবং এসএফআই সদস্যরা। জাতীয় সড়ক অবরোধ করা হলে খবর পেয়ে কিছুক্ষণ পর ডায়মন্ড হারবার থানার পুলিশ এসে বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে। পরে অবরোধ তুলে নেওয়া হয়।

Advertisement

ডায়মন্ডহারবার শহরের বাম নেতা দেবাশিস ঘোষ বলেন, “রাজ্য জুড়েই বাম নেতা কর্মী ও ছাত্র-যুবদের কণ্ঠরোধের চেষ্টা করছে ফ্যাসিবাদী তৃণমূল। সংগ্রামী মানুষের উপর রাষ্ট্রশক্তি প্রয়োগ করে বিপ্লব ঠেকানো যাবে না। মইদুলকে নৃশংস ভাবে পিটিয়ে খুন করল তৃণমূলের পুলিশ। সারা রাজ্য জুড়ে তারই প্রতিবাদে আন্দোলন জারি রাখব আমরা।” সোমবার দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, রায়দিঘি, মগরাহাট, বারুইপুর, জয়নগর, বজবজ, মহেশতলা-সহ বিভিন্ন এলাকাতেই পথে নামেন বাম ছাত্র যুব কর্মীরা।

ডায়মন্ড হারবারে অবরোধ। নিজস্ব চিত্র।

পশ্চিম বর্ধমানে আসানসোলে জিটি রোডে মিছিল করে গিয়ে বিএনআর মোড়ে প্রায় ঘণ্টা খানেক রাস্তা অবরোধ করেন বাম ছাত্র যুব কর্মী সমর্থকরা। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুতুল পোড়ান বিক্ষোভকারীরা। প্রায় ঘণ্টাখানেকের অবরোধের ফলে যান চলাচল ব্যাহত হয়ে যায়। অবরোধের আগে আসানসোলের হটন রোড মোড়ে পথসভার আয়োজন হয়।

পুরুলিয়ায় মোমবাতি মিছিল। নিজস্ব চিত্র।

মইদুলের মৃত্যুর প্রতিবাদে পুরুলিয়ায় কাশীপুর পূর্ব লোকাল কমিটি তালাজুড়িতে মোমবাতি মিছিল করে। সেখানে ছিলেন ডিওয়াইএফআই-এর প্রাক্তন জেলা সম্পাদক কাশীনাথ বন্দ্যোপাধ্যায়, জেলা সম্পাদকমণ্ডলীর সদস্য সোমনাথ দুবে, লোকাল কমিটির সম্পাদক চণ্ডীদাস বাউরি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement