CPM

তৃণমূলের ‘বর্ণবিদ্বেষী’ মন্তব্য, প্রতিবাদ বামের

বামেদের অভিযোগ, তৃণমূল কাউন্সির অরিজিৎ দাস ঠাকুর পাল্টা বলেন, ‘‘কলকাতা শহরকে এত আলো দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যে, মধুছন্দা দেবকেও ফর্সা লাগছে!’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২২ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:৩৪
Share:

—প্রতীকী ছবি।

কলকাতা পুরসভার বাজেট নিয়ে আলোচনার সময়ে খ্রিস্টান ধর্মীয় প্রতিষ্ঠান নিয়ে তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যে বিতর্ক বেধেছে। এ বার পুরসভার ওই আলোচনাতেই আর এক তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী মন্তব্যে’র প্রতিবাদে সরব হল বামেরা। মেয়র পারিষদ ও দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি দেবাশিস কুমার অবশ্য দলের কাউন্সিলরের ওই মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিয়েছেন।

Advertisement

পুরসভার আলোক বিভাগকে বেশি অর্থ বরাদ্দ করা হচ্ছে এবং অন্যান্য বিভাগ প্রয়োজনীয় টাকা পাচ্ছে না বলে অভিযোগ করেছিলেন পুরসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির (পিএসি) চেয়ারপার্সন এবং সিপিআই কাউন্সিলর মধুছন্দা দেব। বামেদের অভিযোগ, তৃণমূল কাউন্সির অরিজিৎ দাস ঠাকুর পাল্টা বলেন, ‘‘কলকাতা শহরকে এত আলো দিয়ে মুড়ে দেওয়া হয়েছে যে, মধুছন্দা দেবকেও ফর্সা লাগছে!’’ প্রবীণ কাউন্সিলর সম্পর্কে ‘বর্ণবিদ্বেষমূলক মন্তব্যে’র প্রতিবাদে আজ, বৃহস্পতিবার ৯২ নম্বর ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও অবরোধের ডাক দিয়েছে বামফ্রন্ট। মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছেন সিপিআইয়ের কলকাতা জেলা সম্পাদক প্রবীর দেব। দক্ষিণ কলকাতা জেলা তৃণমূলের সভাপতি তথা প্রবীণ কাউন্সিলর দেবাশিস অবশ্য ওই মন্তব্যের জন্য অধিবেশনেই ক্ষমা চেয়ে নিয়েছেন। পরে তিনি বলেছেন, ‘‘মধুছন্দাদিই নয়, কারও সম্পর্কে এই রকম মন্তব্য আমরা কোনও ভাবেই সমর্থন করছি না। এই আচরণ কারও কাছেই কাম্য নয়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement