বাম প্রতিবাদ

একই সুরে লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের আশঙ্কা, উপসাগরে মার্কিন হানার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বাড়বে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ জানুয়ারি ২০২০ ০৪:০৫
Share:

ফাইল চিত্র।

ইরানের সেনাবাহিনীর প্রধান কাসেম সোলেমানির হত্যাকাণ্ডের তীব্র প্রতিবাদ জানাল বাম দলগুলি। সিপিএমের পলিটব্যুরোর মতে, একটি সার্বভৌম রাষ্ট্রের সেনাপ্রধানকে বিনা প্ররোচনায় ড্রোন হামলা চালিয়ে আমেরিকা যে ভাবে হত্যা করেছে এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত ভাবে তার দায় স্বীকার করেছেন, তা সভ্য সমাজে মেনে নেওয়া যায় না। একই সুরে লিবারেশনের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্যের আশঙ্কা, উপসাগরে মার্কিন হানার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বাড়বে। গণতান্ত্রিক প্রক্রিয়া ধাক্কা খাবে, নিরীহ মানুষের প্রাণ যাবে। মার্কিন হামলার প্রতিবাদে কিছু কর্মসূচিও নেওয়া হবে বলে বাম সূত্রের খবর।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement