Left Organizations

রাজ্যপালের কাছে টাস্ক ফোর্সের দাবি

বিশেষ টাস্ক ফোর্স গড়ার দাবি নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হল বাম শরিক আরএসপি-র ছাত্র, যুব ও মহিলা সংগঠন পিএসইউ, আরওয়াইএফ এবং নিখিল বঙ্গ মহিলা সঙ্ঘ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ মে ২০২৩ ০৭:৫০
Share:

পিএসইউ-এর মিছিল ও অবস্থান। কলেজ স্ট্রিটে। নিজস্ব চিত্র।

রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে, সেই সঙ্গে বেড়ে চলেছে শিশু ও মহিলাদের উপরে আক্রমণ। বিভিন্ন অংশ ও সম্প্রদায়ের মানুষ আক্রান্ত হওয়ার জেরে বিভাজনের প্রবণতাও বাড়ছে। এই অভিযোগ সামনে রেখে পরিস্থিতি মোকাবিলায় বিশেষ টাস্ক ফোর্স গড়ার দাবি নিয়ে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দ্বারস্থ হল বাম শরিক আরএসপি-র ছাত্র, যুব ও মহিলা সংগঠন পিএসইউ, আরওয়াইএফ এবং নিখিল বঙ্গ মহিলা সঙ্ঘ। মহিলা সংগঠনের রাজ্য সম্পাদক সর্বাণী ভট্টাচার্যের বক্তব্য, কালিয়াগঞ্জ-কাণ্ডে দোষীদের শাস্তি ও জাতীয় শিক্ষানীতি বাতিলের দাবি এবং এনসিইআরটি-র পাঠ্যসূচি থেকে প্রকৃত ইতিহাস বাদ দেওয়ার প্রতিবাদও জানিয়েছেন তাঁরা। তিন সংগঠন বৃহস্পতিবার যৌথ ভাবে রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে এন্টালি মার্কেট পর্যন্ত মিছিল করে সভা করে এবং তার পরে রাজভবনে যায়। তার পাশাপাশি, জাতীয় শিক্ষানীতি বাতিল এবং বিজ্ঞানমনস্ক, সর্বজনীন পাঠ্যক্রম তৈরির দাবিতে এ দিনই শিয়ালদহ থেকে মিছিল করে কলেজ স্ট্রিটে বিদ্যাসাগর মূর্তির নীচে অবস্থান-বিক্ষোভ করেছে পিএসইউ। সেখানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নওফেল মহম্মদ সফিউল্লা, রাজ্য সম্পাদক কৌশিক ভৌমিক, সভাপতি হবিবুর রহমান মণ্ডল প্রমুখ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement