প্রতীকী ছবি।
স্পেশ্যাল ট্রেনে ওঠার দাবিতে শহরতলির বিভিন্ন স্টেশনে প্রায় রোজই বিক্ষোভ চলছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বার্থে স্বাস্থ্যবিধি মেনেই মেট্রোর মতো লোকাল ট্রেন পরিষেবা চালু করার দাবি তুলছে বামেরা। ইতিমধ্যেই হাওড়া ও শিয়ালদহের ডিআরএম-এর কাছে এই মর্মে দাবি জমা পড়েছে। বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী সোমবার বলেন, ‘‘সমস্ত সরকারি, আধা-সরকারি ও বেসরকারি অফিস খুলে গিয়েছে। গ্রামের মানুষকে অনেক বেশি টাকা খরচ করে নিজেদের কাজে যেতে হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের মানুষের মূল যাতায়াত তো ট্রেন পরিষেবার মাধ্যমে। স্বাস্থ্যবিধি মান্য করেই অবিলম্বে সংখ্যায় বেশি লোকাল ট্রেন চালানোর ব্যবস্থা হোক।’’