CPM

CPM: প্রতিবাদী আন্দোলন, বিক্ষোভে শান বামেদের

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২০ এপ্রিল ২০২২ ০৬:০৬
Share:

প্রতীকী ছবি।

রাজ্য জুড়ে পরপর ঘটে চলা নানা ঘটনার প্রেক্ষিতে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচির মাত্রা বাড়ানোর পরিকল্পনা নিল বামফ্রন্ট। কলকাতা-সহ জেলায় জেলায় প্রশাসনিক দফতরে অবরোধের পথে হাঁটবে তারা। আলিমুদ্দিন স্ট্রিটে মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে গোটা রাজ্যের পরিস্থিতি ও তার প্রেক্ষিতে আন্দোলনের রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে। বাম সূত্রের খবর, হাওড়ার ছাত্র-নেতা আনিস খানের মৃত্যুর ঠিকমতো তদন্ত না করে অপরাধ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে বিশেষ তদন্তকারী দল(সিট), এই অভিযোগকে সামনে রেখে ভবানী ভবন অবরোধ করা হবে। রাজ্য পুলিশের ডিজি-কে বার্তা দেওয়া ওই বিক্ষোভের উদ্দেশ্য। একই ভাবে নদিয়া-সহ নানা জেলায় যে ভাবে ধর্ষণ ও প্রমাণ লোপাটের ‘অপকর্ম’ চলছে, তার প্রতিবাদে পুলিশ সুপার এবং জেলাশাসকদের দফতরে অবরোধ-ধর্নার কর্মসূচি নেওয়া হবে। ডেউচা-পাঁচামির প্রকল্পের প্রতিবাদে জনজাতি-সহ স্থানীয় মানুষের আন্দোলনের সমর্থনে কলকাতায় কেন্দ্রীয় সমাবেশ বা আলোচনা সভায় বিজ্ঞানী, পরিবেশবিদ, চিকিৎসকদের হাজির করার পরিকল্পনাও নিচ্ছে বামফ্রন্ট। এ ছাড়াও, দেশ জুড়ে সাম্প্রদায়িক অশান্তির বিরুদ্ধে সম্প্রীতির বার্তা দিতে কলকাতায় মিছিলে সিপিআই (এম-এল) লিবারেশন এবং এসইউসি-কে আমন্ত্রণ জানাচ্ছে বামফ্রন্ট। ওই দুই দল সম্মত হলে আগামী ২৬ এপ্রিল শহরে বৃহত্তর বাম শক্তির মিছিল হতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement