সংঘর্ষ বন্ধের দাবিতে পথে বাম

রাজ্য সিপিএমের শীর্ষ নেতারা দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের জন্য এখন দিল্লিতে।মিছিলের নেতৃ্ত্বে ছিলেন কলকাতা জেলা বামফ্রন্টের নেতারাই।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৯ ০১:৪৮
Share:

—ফাইল চিত্র।

রাজনৈতিক সংঘর্ষ রুখতে প্রশাসনিক পদক্ষেপ এবং উস্কানিমূলক সাম্প্রদায়িকতা ও প্রাদেশিকতার প্রচার বন্ধের দাবিতে শহরে পথে নামল বামেরা। রাজা সুবোধ মল্লিক স্কোয়ার থেকে পার্ক সার্কাস পর্যন্ত শনিবার বিকালে মিছিল করল কলকাতা জেলা বামফ্রন্ট।

Advertisement

রাজ্য সিপিএমের শীর্ষ নেতারা দলের কেন্দ্রীয় কমিটির বৈঠকের জন্য এখন দিল্লিতে।মিছিলের নেতৃ্ত্বে ছিলেন কলকাতা জেলা বামফ্রন্টের নেতারাই। রাজনৈতিক সংঘর্ষ বন্ধের দাবিতে বামেরা যে দিন পথে নেমেছে, সে দিনই কলকাতায় এআইসিসি-র তরফে বাংলার কংগ্রেসের ভারপ্রাপ্ত নেতা গৌরব গগৈ বলেছেন, ‘‘রাজ্যে তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে ক্ষোভ রয়েছে। আর এখন তৃণমূল ও বিজেপির গোষ্ঠী সংঘর্ষ (গ্যাং ওয়ার) হচ্ছে রাস্তায়। ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ মানুষ।’’

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement