Illegal Constructions

‘অবৈধ’ নির্মাণ, মেয়রের কাছে নালিশ বামফ্রন্টের

পরপর বাড়ি হেলে যাওয়ার ঘটনায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের ক্ষতিপূরণের দাবিতে মেয়র ফিরহাদ হাকিমের দ্বারস্থ হল কলকাতা জেলা বামফ্রন্ট।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জানুয়ারি ২০২৫ ০৫:৫৬
Share:

কলকাতা পুরসভায় মেয়রের কাছে বামফ্রন্টের প্রাক্তন ও বর্তমান পুর-প্রতিনিধিরা। —নিজস্ব চিত্র।

শহরের মধ্যে নেতাজিনগর, ট্যাংরায় পরপর বাড়ি হেলে যাওয়ার ঘটনায় বেআইনি নির্মাণের অভিযোগ তুলে এবং ক্ষতিগ্রস্ত বাড়িগুলির বাসিন্দাদের ক্ষতিপূরণের দাবিতে মেয়র ফিরহাদ হাকিমের দ্বারস্থ হল কলকাতা জেলা বামফ্রন্ট। মোট পাঁচ দফা দাবি নিয়ে বুধবার মেয়রের সঙ্গে দেখা করেছেন বামফ্রন্টের প্রাক্তন এবং বর্তমান পুর-প্রতিনিধিদের একটি দল। নেতাজিনগরের বাড়িটি যিনি তৈরি করেছিলেন, সেই নির্মাণ ব্যবসায়ীর সঙ্গে যোগসাজশের অভিযোগ তুলে সংশ্লিষ্ট ৯৯ নম্বর ওয়ার্ডের তৃণমূলের পুর-প্রতিনিধি মিতালি বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতার এবং তাঁকে পদ থেকে অপসারণেরও দাবি জানিয়েছে বামেরা। যদিও ঘটনার পরেই মিতালি দাবি করেছিলেন, তিনি ওই এলাকায় চারতলা ফ্ল্যাট তৈরির অনুমতি দেন না।

Advertisement

বামেদের প্রতিনিধিদলের তরফে সিপিএম নেত্রী ও প্রাক্তন পুর-প্রতিনিধি রূপা বাগচীর অভিযোগ, “তৃণমূলের পুর-প্রতিনিধি, নির্মাণ ব্যবসায়ী এবং পুলিশ, এই ত্রয়ীর ব্যবস্থাপনাতেই বেআইনি নির্মাণ হচ্ছে। এঁদের নীতিটাই দুর্নীতি! যাঁরা সর্বস্ব দিয়ে ফ্ল্যাট কিনেছিলেন, তাঁরা এখন অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।” প্রতিনিধিদলে রূপা ছাড়াও ছিলেন নন্দিতা রায়, মধুছন্দা দেব, চয়ন ভট্টাচার্য, রত্না রায় মজুমদার, দীপু দাস-সহ অন্যেরা। তাঁরা পূর্ব কলকাতা জলাভূমির একাংশ-সহ বিভিন্ন জলাশয় বুজিয়ে বেআইনি নির্মাণের অভিযোগও তুলেছেন। এই সূত্রেই, ২০২১-এ রাজ্যের দেওয়া তথ্য অনুযায়ী কলকাতা পুর-এলাকায় যে ৩৭৯০টি জলাভূমি রয়েছে, সেগুলির আকার ও চরিত্র যাতে অক্ষুণ্ণ থাকে, সেই দাবিও জানিয়েছেন বাম-প্রতিনিধিরা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement