অবাধ ভোট চেয়ে কমিশনে বামেরা

তিন পুরসভা-সহ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে সাধারণ মানুষের অবাধ ভোটদান সুনিশ্চিত করার দাবি জানিয়ে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়কে স্মারকলিপি দিল বামফ্রন্টের প্রতিনিধি দল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৫ সেপ্টেম্বর ২০১৫ ০৩:২২
Share:

তিন পুরসভা-সহ শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচনে সাধারণ মানুষের অবাধ ভোটদান সুনিশ্চিত করার দাবি জানিয়ে বৃহস্পতিবার রাজ্য নির্বাচন কমিশনার সুশান্তরঞ্জন উপাধ্যায়কে স্মারকলিপি দিল বামফ্রন্টের প্রতিনিধি দল। ওই দলের নেতা রবীন দেব কমিশনারের কাছে অভিযোগ করেন, বিধাননগর পুর-নিগমে বাম প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হচ্ছে। ছিঁড়ে দেওয়া হচ্ছে দলীয় পতাকা, ব্যানার। অন্যত্রও প্রার্থীদের ভয় দেখানো হচ্ছে। এপ্রিল মাসের পুরভোটের মতো এ বারও যাতে ‘সন্ত্রাস’ না হয়, তার জন্য রবীনবাবুরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান সুশান্তবাবুর কাছে। রবীনবাবু পরে জানান, বেশি সন্ত্রাস কবলিত এলাকায় কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ মোতায়েনের চেষ্টা করা হচ্ছে বলে সুশান্তবাবু তাঁদের জানিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement