State News

গাঁধী-নামেই আজ একত্রে বাম, কংগ্রেস

দিল্লিতে ২০টি বিরোধী দলের বৈঠকেও এই দিনটিতে ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির আদর্শ রক্ষার ডাক দিয়ে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জানুয়ারি ২০২০ ০৩:৪৬
Share:

ছবি: সংগৃহীত।

মোহনদাস কর্মচন্দ গাঁধীকে উপলক্ষ করেই প্রথম বার প্রদেশ কংগ্রেস দফতরে গিয়েছিলেন বামফ্রন্টের রাজ্য নেতৃত্ব। গাঁধীর জন্মের দেড়শো বছর পূর্তিতে আয়োজিত প্রদর্শনী ঘুরে দেখার অবসরে দু’পক্ষের নেতারা আলোচনাতেও বসেছিলেন। সেই গাঁধীকে সামনে রেখেই ফের একসঙ্গে শহরের পথে নামছে বাম ও কংগ্রেস। গাঁধীর মৃত্যুদিবসে সংবিধানের ধর্মনিরপেক্ষতার আদর্শ রক্ষার দাবিতে ও বিভাজনের রাজনীতির প্রতিবাদে আজ, বৃহস্পতিবার এন্টালির রামলীলা ময়দান থেকে বেলেঘাটায় গাঁধী ভবন পর্যন্ত মিছিল করবে বামফ্রন্ট ও সহযোগী মিলে ১৭ দল এবং প্রদেশ কংগ্রেস। মিছিল শেষে সভা হবে বেলেঘাটায়।

Advertisement

দিল্লিতে ২০টি বিরোধী দলের বৈঠকেও এই দিনটিতে ধর্মনিরপেক্ষতা ও সম্প্রীতির আদর্শ রক্ষার ডাক দিয়ে কর্মসূচি নেওয়ার সিদ্ধান্ত হয়েছিল। প্রদেশ কংগ্রেস প্রথমে পৃথক মিছিলের কথা ভাবলেও পরে ঠিক হয়েছে, বিধান ভবনের অদূরে রামলীলা ময়দানে এসে যৌথ মিছিলেই শামিল হবেন দলের নেতারা। দিল্লিতে থাকায় প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র অবশ্য মিছিলে থাকতে পারছেন না। কলকাতা পুরসভা চত্বরে ধর্না শেষে আজ এনআরসি-বিরোধী যুক্ত মঞ্চের ডাকে গাঁধীমূর্তি পর্যন্ত মিছিল করবে বিভিন্ন গণ-সংগঠনও।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement