COngress

অর্থলগ্নি সংস্থা নিয়ে হুঁশিয়ারি

আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠি দেওয়ার পরে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ অক্টোবর ২০২০ ০৫:০৪
Share:

বেআইনি অর্থলগ্নি সংস্থা নিয়ে হুঁশিয়ারি আব্দুল মান্নান ও সুজন চক্রবর্তীর। নিজস্ব চিত্র।

বেআইনি অর্থলগ্নি সংস্থায় প্রতারিতদের টাকা ফেরত ও সুবিধাভোগীদের শাস্তির দাবিতে পুজোর পরে ফের রাস্তায় নামার হুঁশিয়ারি দিল বাম ও কংগ্রেস। আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই মর্মে চিঠি দেওয়ার পরে বুধবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিয়েছেন বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তাঁদের প্রশ্ন, শ্যামল সেন কমিশনের রিপোর্ট এখনও প্রকাশ করা হল না কেন? প্রতারকদের সম্পত্তি বাজেয়াপ্ত করতে কেন্দ্র ও রাজ্য সরকারকে যথাযথ সহায়ক ভূমিকা নিতে হবে, এই দাবি তুলেছেন তাঁরা। মান্নান ও সুজনবাবু বলেন, ‘‘কিছু দিন আইপিএস রাজীব কুমারকে নিয়ে নাটক হল! তার পরে সব চুপচাপ। এই রকম নাটক অনেক দেখেছি। এখন প্রতারিতদের অর্থ ফেরত এবং সুবিধাভোগীদের শাস্তি চাই। তার জন্য আইনি লড়াইয়ের পাশাপাশি রাস্তার আন্দোলন চলবে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement