CPM

সাগরে বিরোধী দল, প্রশ্ন ত্রাণ বিলি নিয়ে

ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মূল্যায়নে কেন্দ্রীয় দল এলে তাদের কাছে তাঁরা রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন বিরোধী নেতারা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৫ জুন ২০২০ ০৬:৫৮
Share:

সাগরে বাম ও কংগ্রেস প্রতিনিধি দল।—নিজস্ব চিত্র।

দক্ষিণ ২৪ পরগনার জয়নগর ও হাওড়ার শ্যামপুরের পরে এ বার সাগরে ঘূর্ণিঝড় ‘আমপান’ বিধ্বস্ত এলাকা ঘুরে এল বাম ও কংগ্রেসের প্রতিনিধিদল। দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলেন বাম ও কংগ্রেস নেতারা। অনেকেই তাঁদের কাছে অভিযোগ করেছেন, পর্যাপ্ত ত্রাণ এখনও তাঁরা পাননি, পুনর্গঠনের কাজও শুরু হয়নি। ঘূর্ণিঝড়ের ক্ষয়ক্ষতি মূল্যায়নে কেন্দ্রীয় দল এলে তাদের কাছে তাঁরা রিপোর্ট দেবেন বলে জানিয়েছেন বিরোধী নেতারা। রাজ্যের বিরোধী দলনেতা আব্দুল মান্নানের নেতৃত্বে প্রতিনিধিদলে ছিলেন বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী, প্রদেশ কংগ্রেস নেতা অমিতাভ চক্রবর্তী, সন্তোষ পাঠক, প্রদেশ যুব কংগ্রেস সভাপতি শাদাব খান প্রমুখ। সুন্দরবন উন্নয়নমন্ত্রী মন্টুরাম পাখিরার অবশ্য দাবি, মানুষকে ত্রাণশিবিরে রেখে সরকার যা ব্যবস্থা নেওয়ার, নিয়েছে।

Advertisement

এরই পাশাপাশি, ত্রাণ বিলির কাজ শুধু প্রশাসন করবে বলে যে সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, তা নিয়ে প্রশ্ন তুলেছেন কংগ্রেস সাংসদ প্রদীপ ভট্টাচার্য। তাঁর বক্তব্য, ‘‘যে কোনও দুর্যোগে সরকারের পাশাপাশি বেসরকারি সংস্থা ও রাজনৈতিক দল মানুষকে ত্রাণ দেয়। ত্রাণে দলবাজি রুখতে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিন। গোটা ব্যবস্থাটাকে বন্ধ করছেন কেন?’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement