বর্ষবরণের অনুষ্ঠানে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং বাম ও কংগ্রেসের অন্য নেতারা। নিজস্ব চিত্র।
ধর্ম বা জাত-পাতের বিভাজনের বাইরে গিয়ে নববর্ষ বরণে উঠে এল ঐক্য ও সম্প্রীতির বার্তা। ঘরোয়া আসরে বাঙালিয়ানার উদযাপনে একই সঙ্গে শামিল হলেন কংগ্রেস ও বাম নেতারা। পার্ক স্ট্রিটে রবিবার একটি সংগঠনের উদ্যোগে বর্ষবরণের অনুষ্ঠানে সম্প্রীতির কথা বলেছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দেবপ্রসাদ রায়, রাজ্যের প্রাক্তন মন্ত্রী প্রবোধ সিংহ। গান-বাজনা, স্মৃতিচারণে অংশগ্রহণ করেন কংগ্রেসের প্রাক্তন বিধায়ক সুখবিলাস বর্মা, সিপিএমের শতরূপ ঘোষ প্রমুখ। উপস্থিত ছিলেন কংগ্রেস ও বাম শিবিরের আরও অনেকেই। উদ্যোক্তা সংগঠনের তরফে প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখপাত্র সুমন রায় চৌধুরীর কথায়, ‘‘ধর্মের কূটকচালি, আমরা-ওরার ঊর্ধ্বে উঠে শাশ্বত বাঙালিয়ানার উদযাপন করতে চেয়েছি। রাজনীতির বাইরেও কিছু কর্মকাণ্ডের সঙ্গে আমরা আবদ্ধ, জাতীয় সংহতির কথা বলি।’’