জয়েন্ট, প্রাথমিক শিক্ষক নিয়ে দরবার রাজভবনে

রাজ্যপাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র বক্তব্য উদ্ধৃত করে রাজ্যপাল প্রথমে যুক্তি দেন, গুজরাত ছাড়া অন্য কোনও রাজ্য আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র চেয়ে আবেদন করেনি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৯ ০৩:৫০
Share:

ফাইল চিত্র।

জয়েন্ট এন্ট্রান্স (মেন) পরীক্ষার প্রশ্নপত্রে সব আঞ্চলিক ভাষার ব্যবস্থা না রাখা এবং রাজ্যে প্রাথমিক শিক্ষকদের প্রতি সরকারের ‘তঞ্চকতা’র অভিযোগ নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হল বিরোধী বাম ও কংগ্রেস। জয়েন্টের প্রশ্নপত্র ইংরেজি ও হিন্দির পাশাপাশি শুধু গুজরাতি ভাষায় পাওয়া যাবে, এই সিদ্ধান্ত ঘিরে ক্ষোভের কথা শুক্রবার রাজ্যপাল জগদীপ ধনখড়কে জানান বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী। তাঁদের সঙ্গে ছিলেন জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান সিদ্ধার্থ দত্ত ও যাদবপুরের শিক্ষক পার্থপ্রতিম বিশ্বাস। রাজ্যপাল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)-র বক্তব্য উদ্ধৃত করে রাজ্যপাল প্রথমে যুক্তি দেন, গুজরাত ছাড়া অন্য কোনও রাজ্য আঞ্চলিক ভাষায় প্রশ্নপত্র চেয়ে আবেদন করেনি। মান্নান-সুজনবাবুরা বলেন, তাঁরা শুধু বাংলার কথা বলতে আসেননি। আঞ্চলিক ভাষার জন্য আবেদন করার সুযোগ আছে, এই কথা সব রাজ্য জানত কি না, তা তো এনটিএ স্পষ্ট করেনি। প্রাথমিক শিক্ষকদের প্রতিশ্রুতি দিয়েও রাজ্য সরকার তা পালন করেনি বলেও রাজ্যপালের কাছে অভিযোগ করেন তাঁরা। বিরোধী নেতাদের বক্তব্য, সেই জন্যই শিক্ষকেরা রাস্তায় নেমেছিলেন এবং তখন পুলিশ দিয়ে ধরপাকড় করা হয়েছে। তাঁদের দাবি, রাজ্যপাল এই বিষয়ে খোঁজ নেওয়ার আশ্বাস দিয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement