ফাইল চিত্র।
শিক্ষা ক্ষেত্রে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকার তথা শাসক দলের বিরুদ্ধে তোপ জারি রাখল সিপিএম ও কংগ্রেস। নিয়ম ভেঙে শিক্ষকতার সুযোগ পাওয়ায় শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর কন্যাকে চাকরি থেকে বরখাস্ত এবং বেতন বাবদ পাওয়া টাকা ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্ট। সেই প্রসঙ্গেই হাওড়ার বাগনানের বাইনান গ্যারাজে রবিবার দলের এক জনসভায় সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, ‘‘এক জন শিক্ষককে বরখাস্ত করে বেতনের টাকা ফেরত দিতে বলা হয়েছে। কিন্তু শুধু টাকা ফেরত দিলেই হবে না। মানুষের কাছে গিয়ে মাফ চাইতে হবে!’’ শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারের সমালোচনায় ফের সরব হয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীও। বহরমপুরে এ দিন শিক্ষক বদলি নিয়েও দুর্নীতির অভিযোগ তুলে অধীরবাবু বলেন, “রাজ্যের ‘উৎসশ্রী’র দৌলতে শিক্ষক বদলির দরুণ গ্রামের স্কুলগুলিতে শিক্ষকের আকাল লেগেছে। শিক্ষকদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আর এই প্রকল্প তৃণমূলের টাকা খাওয়ার প্রকল্পে পরিণত হয়েছে! দুর্নীতি পশ্চিমবঙ্গে আজ প্রাতিষ্ঠানিক স্বীকৃতি পেয়েছে।’’ রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদক কুণাল ঘোষ অবশ্য বলেছেন, ভুল কোথাও হয়ে থাকলে সরকার তা শুধরে নেওয়ার চেষ্টা করবে। কিন্তু বিরোধীরা বিষয়টা নিয়ে অহেতুক রাজনীতি করছে।