Farm Law

পৃথক কৃষি আইনের দাবি রাজ্যের কাছে

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৩ নভেম্বর ২০২০ ০৫:১১
Share:

ছবি: পিটিআই।

কেন্দ্রের সংশোধিত কৃষি আইনের বিরোধিতা করে রাজ্যে পৃথক বিল আনার দাবি জানিয়ে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি দিল বাম ও কংগ্রেস। তাদের দাবি, কেন্দ্রের নানা ‘জনবিরোধী’ পদক্ষেপের প্রতিবাদে প্রস্তাব নেওয়ার স্বার্থে বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হোক। দুই বিরোধী দল এই মর্মে মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিল গত ২৪ সেপ্টেম্বর। ইতিমধ্যে পঞ্জাব, কেরল, রাজস্থানের মতো অ-বিজেপি রাজ্য পৃথক কৃষি আইনের পথে হাঁটায় পুরনো দাবিই ফের মনে করিয়ে দিচ্ছে বিরোধীরা।

Advertisement

বিরোধী দলনেতা আব্দুল মান্নান ও বাম পরিষদীয় নেতা সুজন চক্রবর্তী সোমবার পাঠানো চিঠিতে রাজ্য সরকারের বিরুদ্ধে ‘ওদাসীন্য ও উদ্যোগহীনতা’র অভিযোগ এনে লিখেছেন, ‘আমাদের নির্দিষ্ট প্রস্তাব, দ্রুত বিধানসভার বিশেষ অধিবেশন ডাকা হোক। কেন্দ্রীয় কৃষি আইনের বিরোধিতা করে প্রস্তাব গ্রহণ এবং রাজ্যে কৃষিজীবী সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় আইন প্রণয়নের লক্ষ্যে সুনির্দিষ্ট বিল পাশ করার জন্য এই অধিবেশন জরুরি’। মান্নান বলেন, ‘‘সব বিজেপি-বিরোধী দলই কেন্দ্রের কৃষি আইনের প্রতিবাদে সরব। রাজস্থান, পঞ্জাব বা কেরল পৃথক আইন করতে পারলে বাংলাই বা পারবে না কেন?’’ সুজনবাবুরও প্রশ্ন, ‘‘ন্যূনতম সহায়ক মূল্যের বাইরে কৃষকের ফসল কেউ নিতে পারবেন না, এই রকম রক্ষাকবচ কেন এই রাজ্যে দেওয়া যাবে না?’’ পরিষদীয় প্রতিমন্ত্রী তাপস রায়ের অবশ্য পাল্টা দাবি, ‘‘বিরোধীরা চিঠি চালাচালি করছেন। কেন্দ্রের কৃষি আইন ও আরও নানা সিদ্ধান্তের বিরুদ্ধে পথে নেমে প্রথম প্রতিবাদ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ই।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement