R G Kar Hospital Incident

মৌনমুখর প্রতিবাদে সমর্থন বাম-বিজেপির

‘বিচারহীন এক মাস’ উপলক্ষে আজ রাত ৯টায় ৯ মিনিট গোটা রাজ্য স্তব্ধ করার ডাক দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সর্বত্র আলো নিভিয়ে, যান চলাচল, কর্মক্ষেত্র বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে নাগরিক সমাজের তরফে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২৪ ০৬:৩১
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

আর জি কর হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও খুনের ঘটনায় আজ, সোমবার এক মাস পূর্ণ হচ্ছে। ইতিমধ্যে এই ঘটনায় বিচার চেয়ে পথে নেমেছে নাগরিক সমাজ। ঘটনার ‘বিচারহীন এক মাস’ উপলক্ষে আজ রাত ৯টায় ৯ মিনিট গোটা রাজ্য স্তব্ধ করার ডাক দেওয়া হয়েছে। জরুরি পরিষেবা ছাড়া সর্বত্র আলো নিভিয়ে, যান চলাচল, কর্মক্ষেত্র বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে নাগরিক সমাজের তরফে। সেই আহ্বানকে সমর্থন জানাল রাজ্য বামফ্রন্ট। বিবৃতি দিয়ে রবিবার ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু বলেছেন, ‘বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন ৯ সেপ্টেম্বর রাত ৯টায় ৯ মিনিটের জন্য রাজ্যব্যাপী অভিনব মৌনমুখর প্রতিবাদের আহ্বান জানিয়ে যে কর্মসূচি নিয়েছে, বামফ্রন্ট তাকে পূর্ণ সমর্থন জানাচ্ছে’। সিপিএমের যোগদান নিয়ে সাধারণ মানুষকে সতর্ক করেও এই আন্দোলনকে বিজেপি পূর্ণ সমর্থন জানিয়েছে। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘এই ঘটনার প্রতিবাদে যাবতীয় আন্দোলনে বিজেপির সমর্থন আছে। কিন্তু সিপিএম যে ভাবে এই আন্দোলনে ঢুকে আজাদির স্লোগান দিচ্ছে, তা কাম্য নয়। আগে এই সরকার সরুক। তার পরে যে যার রাজনীতি করবে। মেরুকরণ মানুষ তৈরি করেছে। তারা তৃণমূলের বিকল্প হিসেবে বিজেপিকে চাইছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement