সনাতন রায়চৌধুরী। —ফাইল চিত্র।
ভুয়ো সিবিআই অফিসার সেজে প্রতারণার অভিযোগে ধৃত সনাতন রায়চৌধুরীর জামিন নিয়ে শুক্রবারের শুনানিতে আদালতে দু’পক্ষের আইনজীবীদের বাগ্বিতণ্ডায় চরম বিশৃঙ্খলার সৃষ্টি হয়। বিচারকের সামনেই তা হাতাহাতির পর্যায়ে গিয়ে পৌঁছয় বলে আদালত সূত্রের খবর।
এ দিন পুলিশি হেফাজত থেকে সনাতনকে আলিপুর আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচার বিভাগীয় বিচারক ডালিয়া ভট্টাচার্যের এজলাসে হাজির করানো হয়। সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল বলেন, ‘‘তদন্তে ধৃতের বিরুদ্ধে প্রতারণার ভূরি ভূরি অভিযোগ উঠে এসেছে। কখনও সিবিআই অফিসার, কখনও বা হাই কোর্টের আইনজীবী-সহ নানা ভুয়ো পরিচয় দিয়ে প্রতারণা করেছে সনাতন। সে বিদেশের বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়েছে বলেও ওই অভিযুক্তের দাবি। সনাতনের বিষয়ে রিপোর্ট চেয়ে চিঠি দেওয়া হয়েছে বিদেশ মন্ত্রককে। সেই রিপোর্ট এখনও তদন্তকারীদের হাতে আসেনি।’’
আদালতের খবর, গড়িয়াহাটের ম্যান্ডেভিলা গার্ডেনে কয়েক কোটি টাকার সম্পত্তি আত্মসাতের চেষ্টা করেছিল সনাতন। সেই অভিযোগের প্রেক্ষিতে আইনজীবীরা বিচারকের কাছে সনাতনকে ফের পুলিশি হাজতে পাঠানোর আবেদন জানান। অভিযোগ, শুনানির সময় সনাতনের আইনজীবীরা নানা ধরনের কটূক্তি করতে থাকেন। এর পরেই দু’পক্ষের আইনজীবীদের মধ্যে তর্কাতর্কি শুরু হয়ে যায়। হাতাহাতির উপক্রম হয়। বিচারক আদালতের নিরাপত্তাকর্মীদের ডেকে পাঠান। তার পরে দু’পক্ষের আইনজীবীদের সরিয়ে দেওয়া হয়। এ দিন সনাতনকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।