Nun Amalaprana Passes Away

প্রব্রাজিকা অমলপ্রাণার শেষকৃত্য

সোমবার ভোরে মঠ সংলগ্ন বিদ্যালয়ে (মঠ পরিচালিত) অমলপ্রাণা মাতাজির পার্থিব দেহ এনে রাখা হয়েছিল। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সন্ন্যাসিনী, ভক্ত ও অনুরাগীরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২৩ ০৭:২৬
Share:

প্রব্রাজিকা অমলপ্রাণাকে শেষ শ্রদ্ধা। সারদা মঠে। ছবি: সুমন বল্লভ।

কাশীপুর শ্মশানে সোমবার সকালে পঞ্চভূতে বিলীন হয়ে গেল সারদা মঠ ও রামকৃষ্ণ সারদা মিশনের সাধারণ সম্পাদক প্রব্রাজিকা অমলপ্রাণার নশ্বর দেহ। রবিবার রাতে দক্ষিণেশ্বর সারদা মঠেই তাঁর জীবনাবসান হয়। এ দিন বেলা সাড়ে ১২টা নাগাদ শেষকৃত্য সম্পন্ন হয়।

Advertisement

সোমবার ভোরে মঠ সংলগ্ন বিদ্যালয়ে (মঠ পরিচালিত) অমলপ্রাণা মাতাজির পার্থিব দেহ এনে রাখা হয়েছিল। সেখানেই তাঁকে শ্রদ্ধা জানাতে উপস্থিত ছিলেন সন্ন্যাসিনী, ভক্ত ও অনুরাগীরা। বিদ্যালয়ের হল-এ নিয়ে যাওয়ার আগে মঠে শ্রী সারদাদেবীর মন্দিরের সামনের চাতালে তাঁর পার্থিব দেহ রাখা হয়। সেখানে আরতি করা হয়। এ দিন প্রবীণ ও নবীন সকল সন্ন্যাসিনী থেকে ভক্ত-অনুরাগীদের অনেকেই তাঁর স্মৃতিচারণায় ছিলেন মগ্ন।

সঙ্ঘের সহ সম্পাদক প্রব্রাজিকা অতন্দ্রপ্রাণা বলেন, “শারীরিক অসুস্থতার জন্য দীর্ঘ সময় হাসপাতালে রাখা হলেও, মাতাজি একদমই থাকতে রাজি ছিলেন না। সব সময় মঠে ফিরতে চাইতেন। তাঁর ইচ্ছানুযায়ী সোমবার সকালে তাই ভেন্টিলেশন সাপোর্টে মঠে আনা হয়েছিল।”

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement