ফিরে দেখা

দিন আসে, দিন যায়, তার ফাঁকেই ইতিহাসে ঢুকে পড়ে তার চলাচলের খবর। পুরনো দিনের শহুরে খবর দিয়ে চেনা যায় এখনকার অতি পরিচিত শহরের অতীতটাকে, তার নাগরিক জীবনযাপন থেকে খেলাধুলো, সংস্কৃতি বা কূটকচালি থেকে রাজনীতির হাল। পঞ্চাশ বছর আগের কলকাতা শহরের গতিবিধি চিনতে ২১ নভেম্বর ১৯৬৪ থেকে ২০ ডিসেম্বর ১৯৬৪ এক মাসের কিছু বিশেষ খবর।দিন আসে, দিন যায়, তার ফাঁকেই ইতিহাসে ঢুকে পড়ে তার চলাচলের খবর। পুরনো দিনের শহুরে খবর দিয়ে চেনা যায় এখনকার অতি পরিচিত শহরের অতীতটাকে, তার নাগরিক জীবনযাপন থেকে খেলাধুলো, সংস্কৃতি বা কূটকচালি থেকে রাজনীতির হাল। পঞ্চাশ বছর আগের কলকাতা শহরের গতিবিধি চিনতে ২১ নভেম্বর ১৯৬৪ থেকে ২০ ডিসেম্বর ১৯৬৪ এক মাসের কিছু বিশেষ খবর।

Advertisement
শেষ আপডেট: ২১ ডিসেম্বর ২০১৪ ০১:০১
Share:

Advertisement


—নামে কি
আসে যায়


শেষ পর্যন্ত
উকীলেও ভেজাল!

Advertisement


—এবার পরীক্ষা না দিলেও পাস,
বুঝলি? পরীক্ষকরা খাতা দেখবে না

শনিবার, ৫ অগ্রহায়ণ, ১৩৭১ (৩১ আশ্বিন, ১৮৮৬ শক) SATURDAY, NOVEMBER 21, 1964

১৩ শতাধিক ভুয়া রেশন কার্ড: গত ছয় দিনে পুলিশ কলিকাতার বিভিন্ন অঞ্চল হইতে মোট ১৩৮১টি ভূয়া রেশন কার্ড আবিষ্কার করেন। এই কার্ডগুলিতে ১৯৮৪ জন বয়স্ক এবং ১৪২৩ জন নাবালকের নামে রেশন লওয়া হইত। ইহা ছাড়া কয়েকটি ক্ষেত্রে ১২৫ জন বয়স্ক ও ১৫ জন নাবালকের সংখ্যা বাড়াইয়াও দেখান হয়। আলোচ্য সময় ভূয়া কার্ড বিরোধী অভিযানে পুলিশ মোট ২৬,৪৭৩টি পারিবারিক রেশন কার্ড পরীক্ষা করেন। ১৩ই নবেম্বর হইতে ১৮ই নবেম্বর পর্যন্ত অভিযানে উপরোক্ত ফল পাওয়া গিয়াছে বলিয়া পুলিশীসূত্রে জানা যায়।

রবিবার, ৬ অগ্রহায়ণ, ১৩৭১ (১ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) SUNDAY, NOVEMBER 22, 1964

কলিকাতায় সার্কুলার রেল: বেঙ্গল ন্যাশনাল চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির কমিটি কলিকাতায় সার্কুলার রেলওয়ে নির্মাণের আশু প্রয়োজনীয়তা বিবৃত করিয়া ভারত সরকারের নিকট পত্র দিয়াছেন। এই সম্পর্কে কমিটি বলিয়াছেন যে, কলিকাতার নাগরিক সাধারণ অফিস ও অন্যান্য কর্মস্থলে যাতায়াতে এখন বিশেষ অসুবিধা ভোগ করিয়া থাকেন। হাজার হাজার লোককে ট্রামবাসে অসম্ভব ভিড়ের জন্য পায়ে হাটিয়ে যাইতে হয়। ইহা ছাড়া বহু লোককে সকাল সন্ধ্যায় বিভিন্ন শিল্পকেন্দ্রে যাতায়াত করিতে হয়। পর্যাপ্ত যানবাহনের অভাবে তাঁহারা অপরিসীম দুর্গতি ভোগ করিয়া থাকেন। কমিটি মনে করেন প্রধান রেলওয়ের সহিত সংযুক্ত করিয়া কলিকাতায় যদি সার্কুলার রেল নির্মাণ করা হয় তবে নাগরিক সাধারণের যাতায়াতের ঐ দুর্ভোগ দুর হইতে পারে।

রবিবার, ৬ অগ্রহায়ণ, ১৩৭১ (১ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) SUNDAY, NOVEMBER 22, 1964

রেশনিং অফিসার গ্রেপ্তার: ভুয়া রেশন কার্ড ইসু করার অভিযোগে বহুবাজারের রেশনিং অফিসের একজন সাব-ইন্সপেক্টর এবং আরও তিনজনকে কলিকাতা পুলিশ শনিবার ভারতরক্ষা আইনে গ্রেপ্তার করে। পুলিশ অনেকদিন ধরিয়াই ঐ রেশনিং অফিসের কাজকর্মের উপর নজর রাখিতেছিল। অভিযোগ, ঐ অফিসারটি অনুসন্ধান না করিয়াই একাধিক আবেদনের দরখাস্তের উপর স্বাক্ষর করিয়াছেন। ধৃত অপর তিনজনের মধ্যে একজন ঐ অফিসের পিওন একজন দোকানী এবং একজন দালাল শ্রেনীর লোক। পুলিশ বহু ভুয়া দরখাস্তও আটক করিয়াছে।

সোমবার, ৭ অগ্রহায়ণ, ১৩৭১ (২ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) MONDAY, NOVEMBER 23, 1964

কালোবাজারে সরকারী গুদামের চাউল: কলিকাতার এনফোর্সমেন্ট পুলিস শনিবার সারা রাত্রিব্যাপী অভিযানে সরকারী গুদামের চাল লইয়া কালোবাজারীর একটি চক্র আবিষ্কার করিয়াছে। এই চক্রে লরীর মালিক কুলি, চালক এবং ন্যায্যমুল্যের দোকানের মালিকদের মধ্যে ঘনিষ্ঠ যোগসাজস আছে বলিয়াই পুলিসের সন্দেহ।

এইদিনের অভিযানে এনফোর্সমেন্ট পুলিস লরী সমেত ৬৯ বস্তা চাউল আটক করে। লরীর ২জন মালিক ১জন চালক ১জন কুলি ও ১জন ন্যায্যমূল্যের দোকানের মালিক— অর্থাত্ মোট পাঁচজনকে ভারতরক্ষা আইনে গ্রেপ্তার করিয়াছে। এখনও ১ জন ন্যায্যমূল্যের দোকানের মালিক ফেরার।


—আমিও এই বোমা বানিয়েছি। বুঝলি? চীনেরা ভস্ম হয়ে যাবে, দেখিস।

মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ, ১৩৭১ (৩ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) TUESDAY, NOVEMBER 24, 1964

পাউরুটির কুপন চালু: পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের সর্বত্র পাউরুটির সর্বোচ্চ খুচরা দর বাঁধিয়া দিয়াছেন। অতি মুনাফা বিরোধ আইন অনুসরে ইহা করা হইয়াছে। পাউরুটির কুপন ২৪শে নবেম্বর মঙ্গলবার হইতে সমস্ত ন্যায্যমূল্যের দোকানে পাওয়া যাইবে। পাউরুটির দর এরূপ ধার্য হইয়াছে— কোয়ার্টার পাউন্ড বা ১১৩ গ্রাম ১৩ পয়সা।

হাফ পাউন্ড বা ২২৬ গ্রাম ২৪ পয়সা। এক পাউন্ড বা ৪৫২ গ্রাম ৪৮ পয়সা। স্লাইসড বা কাটা পাউরুটির দর— ১১৩ গ্রাম ১৪ পয়সা। ২২৬ গ্রাম ২৭ পয়সা। ৪৫২ গ্রাম ৫৪ পয়সা। রুটির মোড়কের আধার খরচও সর্বোচ্চ দরের অন্তর্ভুক্ত।

মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ, ১৩৭১ (৩ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) TUESDAY, NOVEMBER 24, 1964

কম বেতন, শূন্য পদ: কলিকাতা কর্পোরেশনে একদিকে ইঞ্জিনিয়ার ও কারিগর শ্রেণীর কর্মচারীর অভাবে বিভিন্ন কাজ ব্যাহত হইতেছে, অপরদিকে কম করিয়া ১৩৩টি ইঞ্জিনিয়ার, সার্ভেয়ার ও কারিগরের পদ শূন্য পড়িয়া আছে। শূন্য পদগুলির কতগুলি আবার বছরের পর বছর অপূর্ণ রহিয়াছে। নানারকম কাজের ৬ কোটি টাকার পরিকল্পনা কিছুদিন যাবত্ চালু হইয়াছে। কিন্তু প্রজেক্ট ইঞ্জিনিয়ারের পদটি পৌরসভার উন্নয়ন ইঞ্জিনীয়ার ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনীয়ারের দুইটি উচ্চ বেতনের পদ সৃষ্টি হয়। কিন্তু লোকাভাবে সে দুইটিও শূন্য। এই অবস্থার দুইটি কারণ আরাততঃ উল্লিখিত হয়। এক অন্যান্য সংস্থার তুলনায় কর্পোরেশনে ঐ ধরনের পদগুলির বেতন অপেক্ষাকৃত কম। দুই মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন প্রার্থীদের নাম সুপারিশ করিয়া পাঠান সত্ত্বেও পৌরসভায় স্বার্থসংশ্লিষ্ট মহলগুলির নেপথ্য টানাপোড়ানের পাল্লায় পড়িয়া তাহাদের নিয়োগ অযথা অসম্ভব দেরী হয়।

মঙ্গলবার, ৮ অগ্রহায়ণ, ১৩৭১ (৩ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) TUESDAY, NOVEMBER 24, 1964

মিষ্টান্ন-ব্যবসায় উত্সন্নে গেলে—: মিষ্টান্ন প্রস্তুতের ব্যবসা আজ যদি বন্ধ করিয়া দেওয়া হয়, তবে পশ্চিমবঙ্গে অন্তত ছয়লক্ষ লোক বেকার হইয়া পড়িবে। আর মাথা পিছু পরিবারের লোকসংখ্যা যদি পাঁচ জন করিয়াও ধরা যায়, তাহা হইলে এই দুঃসময়ে এই সমস্যাসংকুল রাজ্যে ৩০ লক্ষ নরনারীশিশুর মাথায় আকাশ ভাঙ্গিয়া পড়িবে। হয় তাহারা ভিখারী হইবে অথবা মরিবে। কেন্দ্রীয় সরকার এক কলমের খোঁচায় লক্ষ লক্ষ স্বর্ণশিল্পীকে উত্খাত করিয়া দিয়াছেন। পশ্চিমবঙ্গ সরকার কী এইবার মিষ্টান্ন শিল্পকে উত্সন্নে দিবার সিদ্ধান্ত গ্রহণ করিতেছেন? চিনির কোটা বসাইয়া দিবার ফলে এই রাজ্যের মিষ্টান্ন ব্যবসায়ে এক প্রচন্ড আঘাত লাগিয়াছে। বাজার হইতে ছানা কিনিবার সুযোগ হইতেও যদি মিষ্টান্ন প্রস্তুতকারকদের বঞ্চিত করা হয় তবে এই ব্যবসায় একেবারেই বন্ধ হইয়া যাইবে।

মঙ্গলবার, ৯ অগ্রহায়ণ, ১৩৭১ (৪ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) WEDNESDAY, NOVEMBER 25, 1964

সাড়ে তিন হাজার ভূয়া রেশন কার্ড উদ্ধার: কলিকাতা শহরের প্রধানত গমভোজী এলাকায় ভূয়া রেশন কার্ডের বিরুদ্ধে পুলিস সম্প্রতি যে অভিযান চালায় তাহার ফলে দশদিনে ঐরূপ ৩,৬২৪টি ‘ভূয়া কার্ড’-এর সন্ধান পাওয়া যায়। ঐ কার্ডগুলির মাধ্যমে প্রতি সপ্তাহে ২৭, ৪০৪ জনের (ইউনিট) নামে এক কিলো করিয়া গম ও এক কিলো করিয়া চাল লওয়া চলিত বলিয়া পুলিসের এক মুখপাত্র মঙ্গলবার মন্তব্য করেন। ইহা ছাড়া ঐ অঞ্চলের বৈধ পারিবারিক রেশন কার্ডগুলিতেও প্রায় ২৮০ জন বয়স্ক এবং ৩৪ জন শিশুর নাম বাড়াইয়া লেখা ছিল। উক্ত দশদিনে বাড়ী বাড়ী গিয়া পুলিস ৪০,৮৭৬টি রেশন কার্ড পরীক্ষা করে। গম-ঘাটতির পটভূমিকায় গত ১৩ই নবেম্বর হইতে বিশেষ করিয়া বড়বাজার জোড়াসাঁকো ও জোড়াবাগান এলাকায় ঐ অভিযান সুরু হয়।


—আজ কুপন ধান, কাল পাঁউরুটি খাবেন।

মঙ্গলবার, ৯ অগ্রহায়ণ, ১৩৭১ (৪ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) WEDNESDAY, NOVEMBER 25, 1964

ভৃত্যের মুখে গুপ্তধনের সন্ধান: গত ৭ই নবেম্বর বড়বাজার আমড়াতলা স্ট্রীটে একটি গোলমরিচের গুদামে তিনটি চটের থলিয়ার মধ্যে যে ১৯ লক্ষ টাকার নোট পাওয়া যায়, তাহার সন্ধান উক্ত অর্থের মালিকের এক চাকর প্রথমে পুলিসকে দেয় বলিয়া প্রকাশ। চাকর সরকার হইতে পুরস্কারের আশায় এই কাজ করিয়াছে বলিয়া বড়বাজারের ব্যবসায়ী মহলের ধারণা। সম্প্রতি আয়কর বিভাগ হইতে এক বিজ্ঞপ্তি প্রকাশিত হইয়াছে যে, কেহ কর ফাঁকি ধরাইয়া দিতে পারিলে তাহাকে পিরস্কার দেওয়া হইবে। ধরাইয়া দেওয়ার পর যত অতিরিক্ত কর আদায় হইবে তাহার শতকরা ৭ ভাগ পর্যন্ত বৃদ্ধি করিবার ক্ষমতাও আয়কর বিভাগের রহিয়াছে। তবে বৃদ্ধির পরিমাণ নির্ভর করিবে সংবাদদাতা সংবাদ দিতে গিয়া কতটুকু বিপদের ঝুঁকি লইয়াছেন এবং কি পরিমাণ সাক্ষ্যপ্রমাণ উপস্থিত করিতে পারিবেন তাহার উপর।

মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ, ১৩৭১ (৫ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) THURSDAY, NOVEMBER 26, 1964

এখনও পাঁচমাস: কলিকাতার রবীন্দ্র স্মরণী বা জাতীয় নাট্যশালার কাজ শেষ হইতে আরও পাঁচ মাস লাগিবে। আগামী মে মাসে নাট্যশালার উদ্বোধনের কথা আছে। গত বত্সরই এই নাট্যশালার নির্মাণ কাজ শেষ হইবার কথা ছিল, কিন্তু ঠিক দরকারমত টাকার মঞ্জুরী না মেলায় নির্মাণ কাজে বার বার বাধা পড়িতে থাকে। নাট্যশালাটি নির্মাণ করিতে সবশুদ্ধ ৪৩ লক্ষ টাকা লাগিবে। পশ্চিমবঙ্গ সরকারের কনস্ট্রাকশন বোর্ডের ইঞ্জিনিয়ারগণ এই নির্মাণ কাজ পরিচালনা করিতেছেন। চারুকলা আকাদামির পাশে তিন একর জমির উপর প্রতিষ্ঠিত এই নাট্যশালাটির মঞ্চ, আলোকসম্পাত ব্যবস্থা, শব্দপ্রক্ষেপণ ব্যবস্থার আধুনিকতম ব্যবস্থা থাকিবে। সমগ্র প্রেক্ষাগৃহটি হইবে শীততাপ নিয়ন্ত্রিত।

মঙ্গলবার, ১০ অগ্রহায়ণ, ১৩৭১ (৫ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) THURSDAY, NOVEMBER 26, 1964

ছাত্রদাবি মানিতে হইল: বুধবার কলিকাতা বিশ্ববিদ্যালয়ের এম কম পরীক্ষা চলাকালে এক অভূতপুর্ব ঘটনা হয়। প্রকাশ, পরীক্ষার্থীদের প্রবল বিক্ষোভের সম্মুখীন হইয়া বিশ্ববিদ্যালয়ের পরীক্ষাগ্রহণ কর্তৃপক্ষ সংশ্লিষ্ট প্রশ্নপত্রের পোপারসেটারকে ডাকিয়া আনেন এবং তাঁহাকে দিয়া পরীক্ষাহলেই দুইটি নূতন প্রশ্ন রচনা করাইয়া লন এবং তারপর বিক্ষোভ প্রশমিত করেন। বিবরণে প্রকাশ এইদিন এম কম পরীক্ষায় কষ্ট-একাউন্টেন্সী পত্রের পরীক্ষা ছিল। বিশ্ববিদ্যালয়ের আশুতোষ ভবনে বিভিন্ন কক্ষে মোট ১১শত এম কম পরীক্ষার্থী এই পরীক্ষা দিতেছিলেন। প্রশ্নপত্র পাইয়াই আশুতোষ হলের প্রায় ২শত ছাত্রের অধিকাংশ প্রশ্নপত্র সম্পর্কে অভিযোগ করতে আরম্ভ করেন। শীঘ্রই ইহা অন্যান্য কক্ষের পরীক্ষার্থীদের মধ্যেও ছড়াইয়া পড়ে।

বুধবার, ১১ অগ্রহায়ণ, ১৩৭১ (৬ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) FRIDAY, NOVEMBER 27, 1964

কলিকাতায় পৌর নির্বাচন: কলিকাতায় পৌর-নির্বাচনের ভোটদাতাদের চূড়ান্ত তালিকা প্রকাশের পাঁচ সপ্তাহ কালের মধ্যেই যাহাতে ঐ নির্বাচন অনুষ্ঠান সম্ভব হয়— সেজন্য সরকারী স্বায়ত্তশাসন দপ্তর সংশ্লিষ্ট বিধি সংশোধনের প্রস্তাব তুলিয়াছেন। আগামী মার্চ মাসেই যাহাতে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে পৌরনির্বাচন সম্ভব হয় সেই উদ্দেশ্যেই এই প্রস্তাব উঠিয়াছে। জানুয়ারী মাসের মাঝামাঝির আগে ভোটদাতাদের নামের চূড়ান্ত তালিকা প্রকাশের কোন সম্ভাবনা এখনও দেখা যায় নাই। বর্তমান নিয়মানুসারে যদি উহা প্রকাশের পর আরও দুই মাস সময় দিতে হয়, তাহা হইলে মার্চ মাসে নির্বাচন দুঃসাধ্য হয়। প্রকাশ, ঐ প্রস্তাব সংক্রান্ত বিজ্ঞপ্তির এক খসড়া ইতিমধ্যে কলিকাতা কর্পোরেশনে পাঠান হইয়াছে। তাঁহাদের মতামতের অপেক্ষা করা হইতেছে।


—মজুতদারি চলবে না বলে যে
হুমকী দিয়েছিলেন সেটা তাহলে...


ছানার পাখনা
গজিয়েছে, এবার উড়বে

সার্কুলার রেল হবে শুনেই
কিউতে দাঁড়িয়ে পড়েছি।

শনিবার, ১২ অগ্রহায়ণ, ১৩৭১ (৭ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) SATURDAY, NOVEMBER 28, 1964

কলিকাতায় চক্রবেড় রেলপথ নির্মিত হইবেই: কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রী শ্রী এস কে পাতিল আজ লোকসভায় ঘোষণা করেন যেয় কলিকাতায় চক্রবেড় রেলপথ স্থাপন করিতেই হইবে এবং এই কাজটি বেশী দিন ফেলিয়া রাখা চলে না। তিনি আরও বলেন যে, ‘‘অবশ্য এই প্রস্তাব সম্পর্কে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত গৃহীত হয় নাই।’’ শ্রী পাতিল অতঃপর বলেন যে, কলিকাতায় চক্রবেড় রেলপথ স্থাপন করা হইলে বার্ষিক প্রায় ৫ কোটি টাকা ক্ষতি হইবে বলিয়া তিনি মনে করেন। কি ভাবে এই ক্ষতি নিবারণ কিম্বা উহার পরিমাণ হ্রাস করা যায়, রেল মন্ত্রণালয় এবং পশ্চিমবঙ্গ সরকার তাহা বিবেচনা করিয়া দেখিতেছেন। শ্রীত্রিদেব চৌধুরী কলিকাতায় চক্রবেড় রেল পথ স্থাপন সম্পর্কে প্রশ্ন করিলে শ্রী পাতিল পূর্বোক্ত উত্তর দেন।

শনিবার, ১২ অগ্রহায়ণ, ১৩৭১ (৭ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) SATURDAY, NOVEMBER 28, 1964

সরকারী উদ্যোগে উদ্বৃত্ত রাজ্য হইতে চাউল সংগ্রহ: খাদ্য ও কৃষিমন্ত্রী শ্রী সি সুব্রহ্মণ্যম আজ লোকসভায় ঘোষণা করেন, কলিকাতায় বিধিবদ্ধ রেশনিং প্রবর্তন করা হইবে বলিয়া সিদ্ধান্ত গৃহীত হইয়াছে। রেশনিং প্রবর্তনের তারিখ রাজ্য সরকার ঠিক করিবেন। অন্যান্য যে সব শহরের জনসংখ্যা ১০ লক্ষ বা তাহার অধিক, সেই সব শহরের প্রয়োজনবোধে খাদ্য নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রবর্তনের ক্ষমতা রাজ্য সরকারগুলিকে দেওয়া হইয়াছে। ঐ সব শহরে খাদ্য সরবরাহের ব্যপারে কেন্দ্রীয়-সরকার প্রয়োজন অনুযায়ী সাহায্য করিবেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী সম্মেলনে খাদ্যনীতি সম্পর্কে যে ৮ দফা সিদ্ধান্ত গৃহীত হয়, আজ লোকসভায় তাহা পেশ করিয়া খাদ্য ও কৃষিমন্ত্রী শ্রীসুব্রহ্মণ্যম বলেন, রবিশস্য উঠিবার পর সমগ্র খাদ্য পরিস্থিতি পর্যালোচনা করিয়া দেখা হইবে।

রবিবার, ১৩ অগ্রহায়ণ, ১৩৭১ (৮ অগ্রহায়ণ ১৮৮৬ শক) SUNDAY, NOVEMBER 29, 1964

খাদ্য লইয়া কী ভাবে মুনাফাবাজি চলিয়াছে: কলিকাতায় খাদ্যবস্তু লইয়া বর্তমান বত্সরে কিভাবে মুনাফাবাজি চলিয়াছে তাহার এক বিস্তারিত রিপোর্ট এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিস প্রস্তুত করিয়াছেন। রিপোর্টে বলা হইয়াছে, চাল, ডাল, সরিষার তেল, লবণ, মশলা এবং শেষ পর্যায়ে ‘বেবি ফুড’ লইয়া শহরে মুনাফাবাজি চলিয়াছে। চালের ব্যবসায়ে মুনাফাবাজি সম্পর্কে এনফোর্সমেন্ট ব্রাঞ্চ বলিয়াছেন যে, গত মে মাস হইতে অসাধু ব্যবসায়ীরা চাল গুদামজাত করিয়া বাজারে অভাব সৃষ্টি করে। জুন মাসে এক শ্রেণীর ব্যবসায়ী ডাল আমদানী উদ্দেশ্যমূলকভাবে নিয়ন্ত্রণ করিতে থাকে এবং ডাল গুদামে লুকাইয়া রাখা সুরু করে। সরিষার উত্পাদন কম হওয়ায় তেলের অভাব দেখা দেয় এবং দুইশতাধিক ব্যবসায়ী এই সুযোগে মুনাফাবাজি সুরু করে।

সোমবার, ১৪ অগ্রহায়ণ, ১৩৭১ (৯ অগ্রহায়ণ ১৮৮৬ শক) MONDAY, NOVEMBER 30, 1964

কলিকাতার টেলিফোন: কলিকাতায় মোট টেলিফোনের সংখ্যা ১ লক্ষ ১৪ হাজার ২ শত। ইহার মধ্যে ৮০ হাজার ৭ শত ৯০টি সরাসরি যোগাযোগের ব্যবস্থা সমন্বিত। তৃতীয় যোজনার প্রথম তিন বত্সর কলিকাতায় ২১ হাজার ৭ শত নূতন টেলিফোন লাইন বসানো হইয়াছে। যে সব আবেদনকারীর নাম তালিকাভিক্ত হইয়াছে এবং এখনও যাঁহাদের টেলিফোন দেওয়া সম্ভব হয় নাই তাহাদের সংখ্যা ৫৫ হাজের ৪ শত। শনিবার কলিকাতায় অনুষ্ঠিত মার্চেন্টস্ চেম্বার অব কমার্শ এর এক সভায় বক্তৃতাপ্রসঙ্গে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী শ্রীসত্যনারায়ণ সিংহ ঐ তথ্য পরিবেশন করেন। শ্রী সিংহ আরও জানান যে, কলিকাতা ও আসানসোলের মধ্যে ট্রাঙ্কপথের সংখ্যা বৃদ্ধি করা হইবে। বর্তমানে কলিকাচা-আসানসোলে এর মধ্যে ১৯০টি ট্রাঙ্কপথ আছে।


আপনিও তেলের লাইন
থেকে সোজা অফিসে...

কত দর?

মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ, ১৩৭১ (১০ অগ্রহায়ণ ১৮৮৬ শক) TUESDAY, DECEMBER 1, 1964

আটক বেবীফুড বিক্রয় সম্পর্কে সরকারী ব্যবস্থা: প্রায় আট লক্ষ টাকা মূল্যের যে সকল ‘বেবী ফুডে’র কৌটা প্রথমে আটক এবং পরে তলব করা হয়, তাহা পাইকারী ও খুচরা ক্রেতা সমব্যয় বিপণিসমুহের মাধ্যমে বিক্রয় করা সম্পর্কে রাজ্য সরকার বিশেষ ব্যবস্থা অবলম্বন করিতেছেন বলিয়া জানা যায়। প্রকাশ, রাজ্য খাদ্যদপ্তর কিছুদিনের মধ্যেই বিভিন্ন ‘বেবী ফুডের’ মূল্যসীমা বাঁধিয়া দিবিন। এবং ইহার পরই উল্লিখিত বিক্রয় ব্যবস্থা কার্যকরী হইবে বলিয়া আশা করা যায়। কলিকাতা পাইকারী ক্রেতা সমব্যয় বিপণি এবং প্রায় একশতটি খুচরা ক্রেতা সমব্যয় বিপণি মারফত্ ঐ আটক ‘বেবী ফুড’ বিক্রয় করা হইবে। কলিকাতা পাইকারী ক্রেতা সমব্যয় বিপণি কতৃপক্ষ সরকারী আদেশে সোমবার হইতে হুকুম তবল ঐ ‘বেবী ফুড’ সংগ্রহ করিতে সুরু করেন।

মঙ্গলবার, ১৫ অগ্রহায়ণ, ১৩৭১ (১০ অগ্রহায়ণ ১৮৮৬ শক) TUESDAY, DECEMBER 1, 1964

রক্তের রেশন: রক্তেরও ‘রেশন’! বিশ্বাস করুন আর নাই করুন, কলিকাতার কেন্দ্রীয় ব্লাড ব্যাঙ্ক এই ‘রেশন’ ব্যবস্থা প্রবর্তন করিয়াছে। কারণ :- স্বল্প সরবরাহ। গত জুলাই মাসে ব্লাড ব্যাঙ্কে রক্তের পেশাগত দাতাদের মধ্যে যখন ‘পরিচয় পত্র’ দেওয়া শুরু হয় তখন হইতেই এই রক্তের টান পড়ে। রক্তাভাব মিটানর জন্য কিছুদিন আগে রোদীদের আত্মীয়-স্বজনের নিকট রক্ত দানের আবেদন হয়। এই আবেদনে কিছু সাড়া মিলে বটে কিন্তু অভাব থাকিয়াই যায়। তখন ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ অফিস, কাছারি ও কলেজ প্রভৃচি প্রতিষ্ঠানে ভ্রাম্যমান ট্রাক পাঠাইয়া রক্ত সংগ্রহের চেষ্টা করেন। এই প্রচেষ্টায় আশানূরুপ ফল দেখা দিয়াছে। ব্লাড ব্যাঙ্কের মুকেয অধিকর্তা ডাঃ এম এন রায় সোমবার এক সাক্ষাত্কারে আমেকে জানান, ‘জরুরী’ ক্ষেত্রে সব সময়ই রক্ত পাওয়া যায়।

বৃহস্পতিবার, ১৭ অগ্রহায়ণ, ১৩৭১ (১২ অগ্রহায়ণ ১৮৮৬ শক) THURSDAY, DECEMBER 3, 1964

ভূয়ো কার্ডে মাসে লক্ষ মণ চাল-গম পাচার: কলিকাতার মোট রেশনের দোকান আছে ৮৮৯টি। তাহার মধ্যে ৩২৫টি দোকানের আওতায় যত রেশন কার্ড আছে পুলিশ তাহা তদন্ত করিয়াছে। ইহার মধ্যে প্রায় ৩৮ হাজার রেশন রার্ডই ভুয়া বাহির হইয়াছে। ঐ কার্ডগুলির মাধ্যমে ৫২ হাজার মণ করিয়া চাল-গম কালোবাজারে পাচার হইয়া যাইত বলিয়া পুলিশের সন্দেহ।

বৃহস্পতিবার, ১৭ অগ্রহায়ণ, ১৩৭১ (১২ অগ্রহায়ণ ১৮৮৬ শক) THURSDAY, DECEMBER 3, 1964

কলিকাতায় উদ্বাস্তুদের জন্য এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ: কেন্দ্রীয় পুনর্বাসন দপ্তর এতদিন পরে পশ্চিমবঙ্গে অবস্থানকারী ১৯৫৪ সালের উগ্বাস্তুদের প্রতি কিঞ্চিত্ দয়া প্রদর্শনের ব্যবস্থা করিতেছেন। পূর্ববঙ্গগত এই উদ্বাস্তুদের যাহাতে কর্মসংস্থান হয়, সেই জন্য কলিকাতায় শীঘ্রই একটি বিশেষ এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ খোলা হইতেছে। পাকিস্তানে গত জানুয়ারীতে দাঙ্গার পর যাহারা ভারতে চলিয়া আসিয়াছে, তাহাদের প্রায় ৪ লক্ষ পশ্চিমবঙ্গে রহিয়া গিয়াছে বলিয়া অনিমান। এই সব উদ্বাস্তু ছাড়া, গত ১লা নভেম্বরের পর যেসব উদ্বাস্তু এই রাজ্যে আশ্রয় লইয়াছে বা লইবে, তাহাদেরও নূতন এক্সচেঞ্জটি চাকুরির সুযোগ-সুবিধা দিবে কিনা জানা যায় নাই।

বৃহস্পতিবার, ১৭ অগ্রহায়ণ, ১৩৭১ (১২ অগ্রহায়ণ ১৮৮৬ শক) THURSDAY, DECEMBER 3, 1964

সরিষার তেল ও ডাল: ভারতেরই কয়েকটি রাজ্যের অসহযোগিতার ফলে পশ্চিমবঙ্গে ডাল ও সরিষার তেলের আমদানী কার্যত বন্ধ হইয়া গিয়াছে। উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান ও মহীশুর— সরিষা ও ডাল উত্পাদক রাজ্যগুলিতে নিষেধাজ্ঞা জারীর ফলে ঐসব অঞ্চল হইতে সরিষার বীজ ও তেল এবং ডাল এই রাজ্যে আসিতেছে না। পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর হইতে ‘পারমিট’ জোগাড় করা সত্ত্বেও এই রাজ্যের ব্যবসায়ীরা উত্তরপ্রদেশ হইতে সরিষার তেল আনাইতে পারিতেছেন না বলিয়া জানা গিয়াছে। ফলে গত ৪/৫ দিনের মধ্যে কলিকাতাসহ পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকায় খোলাবাজার হইতে ডাল উধাও হইয়াছে। রাজ্যের অধিকাংশ তেল কলেই ঝাঁপ পড়িয়াছে।


সন্দেশ রসগোল্লা বন্ধ হলে
আপনাদের সেবা করব কি দিয়ে, স্যার!


পাঁউরুটীর কুপন চাই, স্যার


পরীক্ষার পড়া

রবিবার, ২০ অগ্রহায়ণ, ১৩৭১ (১৫ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) SUNDAY, DECEMBER 6, 1964

পরলোকে জলধর চট্টোপাধ্যায়: লব্ধপ্রতিষ্ঠ নাট্যকার শ্রীজলধর চট্টোপাধ্যায় শনিবার সন্ধ্যায় তাঁহার বাগুইআটির বাসভবনে পরলোকগমন করেন। তাঁহার বয়স হইয়াছিল ৭৪। মৃত্যু সমবাদ পাওয়ামাত্র নাট্যকর, সাহিত্যিক এবং অভিনেতা অভিনেত্রী তাঁহার বাড়ি ও শ্মশানে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন। তিনি পত্নী ও একমাত্র পুত্র শ্রীঅসীম চট্টোপাধ্যায়কে রাখিয়া গিয়াছেন। নাট্যকার হিসাবে শ্রীজলধর চট্টোপাধ্যায় প্রবীনতম। জন্ম খুলনা জেলায়। প্রথমদিকে তিনি আইন ব্যবসায় যোগ দেন। পরে নাটক রচনার ক্ষেত্রে মনোনিবেশ করেন। তিনি পত্নী ও একমাত্র পুত্র শ্রীঅসীম চট্টোপাধ্যায়কে রাখিয়া গিয়াছেন। নাট্যকার হিসাবে শ্রীজলধর চট্টোপাধ্যায় প্রবীনতম। জন্ম খুলনা জেলায়। প্রথমদিকে তিনি আইন ব্যবসায় যোগ দেন। পরে নাটক রচনার ক্ষেত্রে মনোনিবেশ করেন।

সোমবার, ২১ অগ্রহায়ণ, ১৩৭১ (১৬ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) MONDAY, DECEMBER 1964

বৃহত্তর কলিকাতার উন্নয়ন ও হলদিয়া বন্দর নির্মাণ: বৃহত্তর কলিকাতার উন্নয়ন এবং হলদিয়া বন্দর নির্মাণের ব্যাপারে আজ সোমবার হইতে মহানগরীতে উচ্চপর্যায়ের আলোচনা সুরু হইথেছে। এই আলোচনায় যোগ দিবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্লচন্দ্র সেন, দক্ষিণ-পূর্ব এশিয়ায় বিশ্বব্যাঙ্কের মুখ্য-প্রতিনিধি শ্রী ই পি রাইট, পরিকল্পনা কমিশনের অধ্যাপক এম এস থ্যাকার এবং কেন্দ্র ও রাজ্যের বিভাগীয় পরিচালকরা। প্রথম দিনের আলোচনা সীমাবদ্ধ থাকিবে প্রধানত গঙ্গার উপরের দ্বিতীয় পুল এবং হলদিয়া বন্দর নির্মাণে বিশ্বব্যাঙ্কের ঋণ দানের ব্যাপারে। এই দুই কাজের জন্য বিশ্বব্যাঙ্কের নিকট হইতে মোটা টাকার ঋণ চাওয়া হইয়াছে।

মঙ্গলবার, ২২ অগ্রহায়ণ, ১৩৭১ (১৭ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) TUESDAY, DECEMBER 8, 1964

কলিকাতা হইতে খাটাল অপসারণ: পশ্চিমবঙ্গ সরকার কলিকাতা হইতে কঠোরহস্তে খাটাল অপসরণের উদ্দেশ্যে শীঘ্রই একটি অর্ডিনান্স জারী করিবার সিদ্ধান্ত লইয়াছেন। এই অর্ডিনান্স বলে নিষিদ্ধ এলাকায় একবার এবং আদেশজারীভুক্ত এলাকার দ্বিতীয়বার অপবাধ অনুষ্ঠানের অভিযোগ প্রমানিত হইলে অপরাধীকে কারাদন্ড দান এবং তাহার গরাদি পশু বাজেয়াপ্ত করা যাইবে। বর্তমানে এই সম্পর্কিত ‘গবাদি পশু লাইসেন্সিং আইন’টি উক্ত অর্ডিনান্স বলে সংশোধনের দ্বারা ঐ কঠোরতর ব্যবস্থাবলী সন্নিবিষ্ট করিবার প্রস্তাব হইয়াছে। আগামী ১৫ই ডিসেম্বর হইতে সম্ভবত ঐ অর্ডিনান্সটি সমগ্র কলিকাতায় বলবত্ হইবে।

বুধবার, ২৩ অগ্রহায়ণ, ১৩৭১ (১৮ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) WEDNESDAY, DECEMBER 9, 1964

কলিকাতায় আধুনিকতম হোটেল: পশ্চিমের কোন বড় শহরের মত না হইলেও মহানগর কলিকাতায় কয়েকটি অভিজাত হোটেল আছে। আর আতিথ্যের সুব্যবস্থার জন্যই এই হোটেলগুলি সুখ্যাতয এই শহকে আরও একটি অভিজাত হোটেল হইতেছে। নবতমটি অন্য কয়েকটি অপেক্ষা আরও বেশী সুযোগ-সুবিধা ও আরামদানের আশ্বাস দিতেছে। পার্ক স্ট্রীটের উত্তর ফুটপাতের ঠিক ধারেই অর্ধ সমাপ্ত ‘আকাশ ছুঁই ছুঁই’ এই প্রাসাদটি পথিকদের সকলেরই চোখে পড়িবে। হোটেলের নাম— পার্ক হোটেল। তিনটি পর্যায়ে ইহার নির্মাণ কাজ চলিতেছে। প্রথম পর্যায়ে ৪টি তলায় ১০০টি ঘর লইয়া শীধ্রই হোটেলের উদ্বোধন হইতেছে। দ্বিতীয় পর্যায়ে ১৪টি তলায় ২৫০টি ঘর এবং পরিশেষে তৃতীয় পর্যায়ে ১৮টি তলা ও ৬৫০টি ঘর লইয়া ১৯৬৮ সালে এই হোটেস নির্মান শেষ হইবে।

বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ, ১৩৭১ (১৯ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) THURSDAY, DECEMBER 10, 1964

ছানাজাত মিষ্টান্ন: ছানাজাত মিষ্টান্ন প্রস্তুত করা বন্ধ হইলে শুধু বার-চৌদ্দ লক্ষ বেকার বাড়িবে না, সমাজ-জীবন সম্পূর্ণ বিধ্বস্ত হইয়া পড়িবে। মঙ্গলবার ইউনিভার্সিটি ইনস্টিটিউটে মিষ্টান্ন ব্যবসায়ীদের সভার বিভিন্ন বক্তা এই আশঙ্কা প্রকাশ করেন। সভার অন্যতম বক্তা হাওড়া-জেলা কংগ্রেসের সভাপতি শ্রীকৃষ্ণকুমাপ চট্টোপাধ্যায়, এম-এল-সি ব্যবসায়ীদের সমর্থন জানাইয়া বলেন, এই সরকারী পরিকল্পনা জনকল্যাণমূলক হইবে এই দাবি সম্পূর্ণ ‘‘মিথ্যা দাবি’’। শ্রীদেবজ্যেতি বর্ম মিষ্টান্ন ব্যবসায়ীদের সমর্থন জানাইয়া বলেন, গোয়ালা দুধে জল দিলে ‘ভেজাল’ আখ্যা দেওয়া হয় আর সরকার দুধে জল মিশাইলে বলা হয় ‘টোন্ড মিল্ক’।

বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ, ১৩৭১ (১৯ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) THURSDAY, DECEMBER 10, 1964

আট কোটি টাকার জরুরী পরিকল্পনার অনুমোদন: কলিকাতার জরুরী উন্নয়ন কাজের জন্য কেন্দ্রীয় সরকার সর্বদাই উদার হস্তে অর্থ দিতেছেন। তবে কাজ আরও দ্রুত হওয়া উচিত। বুধবার কলিকাতায় অনুষ্ঠিত এক সাংবাদিক বৈঠকে পরিকল্পনা কমিশনের অন্যতম সদস্য অধ্যাপক এম এস থ্যাকার ঐরূপ মতামত প্রকাশ করেন।

বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ, ১৩৭১ (১৯ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) THURSDAY, DECEMBER 10, 1964

রেশন কার্ডের ঝকমারি, দুই তরফের: পুলিশী পরীক্ষার, সাধারণ লোকের: কলিকাতা স্পেশাল পুলিশ অফিসারবাহিনী বুধবার হইতে নুতন রেশন কার্ডের আবেদনসমুহের তদন্ত ও পরীক্ষা সুরু করেন। এই পরীক্ষাকালে কয়েকটি বিষয় তাঁহাদের নজরে আসে, —আবেদনপত্র আসিতেছে, কিন্তু আবেদনকারীদের পাত্তা নাই, আবার আবেদনকারীদের যে ঠিকানা আছে সেখানে আবেদনকারী থাকেন না তৃতীয়তঃ একাধিক আবেদনে পরিবারের লোকের সংখ্যা কিছু বাড়াইয়া দেখান হইয়াছে। ইহা ছাড়া আবেদনকারী তরফের কয়েকটি অভিযোগও উক্ত পুলিশ বাহিনীর কাছে উপস্থাপিত হয়। রেশন কার্ডের আবেদন করিতে আবেদনপত্র প্রাপ্তির অসুবিধা, তদন্তের জন্য অপেক্ষা করিয়া দিনগুজরাম এবং কার্ডে পাইতে দীর্ঘ দিন বিলম্ব।


এই দিয়েই এবার
নবান্ন সানতে হবে।

—আপনারা ধর্মঘট করলো,
পরীক্ষার খাতা মিলিটারী দেখবে

বৃহস্পতিবার, ২৪ অগ্রহায়ণ, ১৩৭১ (১৯ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) THURSDAY, DECEMBER 10, 1964

কলিকাতা-পৌরসভার খসড়া বাজেটে প্রায় ২৫লক্ষ টাকা ঘাটতি: কলিকাতা কর্পোরেশনের ১৯৬৫-৬৬ সালের যে খসড়া বাজেট রচিত হইয়াছে, উহাতে আয় ধরা হইয়াছে ১০কোটি ৬৩ লক্ষ ৬৭ হাজার টাকা এবং ব্যয় ১০ কোটি ৮৮ হাজার ৬১ হাজার টাকা। অর্থাত্ ২৪ লক্ষ ৯৪ হাজার টাকা ঘাটতি। প্রারম্ভিক তহবিল ৩৭ লক্ষ ৬৯ হাজার টাকা থাকায় ঐ ঘাটতি মিটিয়া বর্ষ শেষে ১২ লক্ষ ৭৫ হাজার টাকা উহ্বৃত্ত দাঁড়াইবে বলিয়া ধরা হইয়াছে। কমিশনার শ্রীহরিশচন্দ্র মুখার্জি কর্তৃক উত্থাপিত এই খসড়া বাজেটে নূতন করিয়া কোন পৌর কর (কনসোলিডেটেড রেট) আরোপের কিংবা করবৃদ্ধির কোন উন্নয়মূলক নূতন পরিকল্পনাও নাই। কোন কোন ক্ষেত্রে লাউসেন্স ফি বৃদ্ধি করার পক্ষে রাজ্যপালের সম্মতি পাওয়া গিয়াছে।

মঙ্গলবার, ২৯ অগ্রহায়ণ, ১৩৭১ (২৪ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) TUESDAY, DECEMBER 15, 1964

ঢাকার ভারতীয় ডেপুটি হাইকমিশনার: ওয়াশিংটনে ভারতীয় মিশনের প্রথম সেক্রেটারী শ্রীঅশোককুমার রায়কে ঢাকায় ভারতীয় ডেপুটী হাই কমিশনার পদে নিয়োগ করা হইয়াছে বলিয়া জানা যায়। প্রকাশ, শ্রী রায় আগামী ২৮শে ডিসেম্বর ঢাকায় তাঁহার নূতন কার্যভার গ্রহণ করিবেন। ১৯৬১ সনের আগষ্ট মাসে তিনি ওয়াশিংটন যান এবং ১৯৬৪ সনের আগষ্টে ভারতে ফিরিয়া আসেন। ইহার পূর্বে তিনি দিল্লিতে পররাষ্ট্র মন্ত্রালয়ে কাজ করেন। বর্তমান ডেপুটি হাই কমিশনার শ্রী এস কে চৌধুরী আগামী ২৩শে ডিসেম্বর কলিকাতায় পৌছিবেন। কলিকাতায় একদিন অবস্থানের পর তাঁহার নয়াদিল্লি যাইবার কথা আছে।

মঙ্গলবার, ২৯ অগ্রহায়ণ, ১৩৭১ (২৪ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) TUESDAY, DECEMBER 15, 1964

স্টেট-বাসে মাসিক টিকিট: আগামী ১লা জানুয়ারী হইতে কলিকাতার স্টেট-বাসে মাসিক টিকিট চালু হইতেছে। ঐদিন হইতেই বাসের ভাড়ার হারও সুসংবদ্ধভাবে পুনরিবুন্যস্ত হইতেছে। রাজা পরিবহণ দপ্তরের এক মুখপাত্র সোমবার বলেন, এই নূতন হারের কাঠামো হইবে, প্রতি স্তরে ৫ পয়সা করিয়া। অর্থাত্ ১০ পয়সার পর ভাড়া হইবে ১৫ পয়সা, ২০ পয়সা ইত্যাদি। কন্ডাক্টরদের ব্যাগেও কেবল ৫ পয়সা মুদ্রার ভাঙ্গানি রাখিলেই চলিবে। তবে মান্থলি টিকিট চালু হইলেও অল-সেকশন মান্থলি টিকিট আপাতত পাওয়া যাইবে না।

বুধবার, ১ পৌষ, ১৩৭১ (২৫ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) WEDNESDAY, DECEMBER 16, 1964

পহেলা জানুয়ারী হইতে আবার চালু হইবে: প্রথম পালার পাঁচদিন দৌড় হইবার পর ঘোড়াদের মধ্যে ইনফ্লুয়েঞ্জার প্রকোপের জন্য ষষ্ঠ দিনের ঘোড়দৌড় বাতিল হইয়া যায়। তারপর হইতে পুরা ডিসেম্বর রেসের মাঠ ছিল জনহীন এবং ঘোড়দৌড় একেবারে বন্ধ রাখা হইয়াছিল। ইংরেজী নববর্ষের প্রথম দিন হইতে গড়ের মাঠে ঘোড়গৌড় পূনঃ প্রবর্তন করা হইবে। সিজনের নূতন প্রসপেক্টাস অনুযায়ী আরও ২২ দিন রেস হইয়া ২৭শে মার্চ ১৯৬৪-৬৫ সালে রেসের পালা শেষ হইবে। ইহার মধ্যে শনিবার ও পরবর্তী রবিবার রেস হইবে পাঁচবার।


—রোদ পোয়াচ্ছি পকেটে মান্থলি আছে।

বুধবার, ১ পৌষ, ১৩৭১ (২৫ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) WEDNESDAY, DECEMBER 16, 1964

শর্তাধানে সরকারী চিকিত্সকদের প্রাইভেট প্র্যাকটিসের সুযোগ: কলিকাতাকে ধরিয়া পশ্চিমবঙ্গের প্রায় বার শত সরকারী চিকিত্সক কয়েকটি সর্তে ‘‘প্রাইভেট প্রকটিসের’’ সুযোগ পাইবেন। তবে শেঠ সুখলাল কারনানী (পি জি) হাসপাতাল ও স্কুল অব ট্রপিক্যাল মেডিসিনের কোন চিকিত্সক এই সুযোগ পাইবেন না। গ্রামাঞ্চলের সরকারী স্বাস্থ্য কেন্দ্রগুলির চিকিত্সকগণ প্রাকটিস করিতে পারিবেন না। মঙ্গলবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত লওয়া হয় বলিয়া জানা যায়। এ সম্পর্কে বৈঠকে আরও স্থির হয় যে, সে সকল চিকিত্সক ‘প্রাইভেট প্রাকটিস’ করিতে চাহিবেন তাঁহাদের মাসিক বেতনের শতকরা ১৫ ভাগ সরকারের নিকট জমা দিতে হইবে। ইহা ছাড়া তাঁগাদের নন-প্রাকটিসিং ভাতা (৭৫ হইতে ৩০০ টাকা পর্যন্ত) দেওয়া বন্ধ হইয়া যাইবে।

বুধবার, ১ পৌষ, ১৩৭১ (২৫ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) WEDNESDAY, DECEMBER 16, 1964

শীতের অভিষেক: রাজস্থান-সৌরাষ্ট্রের হাড় কাঁপিয়ে দিল্লি-লখনৌর পথে প্রান্তরে মৃত্যুর হিম-শীতল হাত বুলিয়ে অবশেষে উত্তরে হাওয়া এল কলকাতায়। ইদানীং সবই আসে খুঁড়িয়ে খুঁড়িয়ে —ক্রমশ। কিন্তু শীত এল রাশি রাশি এক সঙ্গে —প্রবাহের ভঙ্গীতে। একই দিনে সোয়েটার-মাফলার, ওভারকেট-চাদর সব বের করা চাই। বলাবাহুল্য, নগরের সেচা মনঃপুত নয়। শীত নিয়ে মনে তার রকমারী সাধ। মাসের পহেলা মুদি-গয়লা মিটিয়ে কাঙাল হয়ে থাকা সে তবিও সহ্য হয়, কিন্তু সাতদিনে ঋতুসংহার সে—কক্ষণো নয়। —পৌষ সবে তো শুরু হচ্ছে মাত্র। ‘দি সামার হ্যাথ গিজ জয়েজ অ্যান্ড উইন্টার হিজ ডিলাইটস!’ গ্রীষ্মের আনন্দ হয়ত কলকাতায় নেই, কিন্তু শীত এখানে রূপ রঙে অনন্য।

বৃহস্পতিবার, ২ পৌষ, ১৩৭১ (২৬ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) THURSDAY, DECEMBER 17, 1964

পরলোকে স্বামী বিমুক্তানন্দ: বেলুড় রামকৃষ্ণ মিশন সারদাপীঠের প্রতিষ্ঠাতা সম্পাদক স্বামী বিমুক্তানন্দ মঙ্গলবার মধ্যরাত্রে পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁহার ব.স ৬৪ বত্সর হইয়াছিল। তিনি প্রায় দেড় মাস যাবত্ রোগে ভুগিতেছিলেন। গত ৩রা নভেম্বর তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং তাঁহাকে শেঠ শুকলাল কারনানী হাসপাতালে ভর্তি করা হয়। ঐ হাসপাতালেই স্বামীজী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্বামী বিমুক্তানন্দ শ্রীমত্ স্বামী শিবানন্দ মহারাজের শিষ্যত্ব গ্রহণ করিয়া ১৯২২ সালে বেলুড় রামকৃষ্ণ মঠে যাগ দেন। তিনি বিশেষ যোগ্যতার সঙ্গে ভারতের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত মিশনের কয়েকটি কেন্দ্রের পরিচালন দায়িত্ব করেন।

শুক্রবার, ৩ পৌষ, ১৩৭১ (২৭ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) FRIDAY, DECEMBER 18, 1964

বরাহনগরে ‘অবসর ভবনের’ ভিত্তিপ্রস্তর স্থাপন: বৃহস্পতিবার সকালে মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্লচন্দ্র সেন বরাহনগরে প্রস্তাবিত ‘‘অবসর ভবনের’’ ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। অনুষ্ঠানে শ্রীঅতুল্য ঘোষ প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকেন। অনুষ্ঠানে সভাপতির ভাষণে মুখ্যমন্ত্রী শ্রী সেন বলেন, আজকের সমাজে কোন ব্যক্তিই যেমন পঙ্গু নয়, তেমনি বৃদ্ধ ব্যক্তিরাও সমাজের কল্যাণে নিয়োজিত হইতে পারেন। তিনি বলেন কর্মপ্রেরণা থাকিলে আমরা গ্রামেশহরে বিভিন্ন রকমের ‘অবসর ভবন’ গড়িয়া তুলিতে পারি। শ্রী সেন বলেন, স্বাধীনতার আগে দেশে গড় আয়ু ছিল মাত্র ২২ বছর। আজ রোগ প্রায় নির্মুল এখন গড় আয়ু ৪২ বছর। মুখ্যমন্ত্রী ‘অবসর ভবনে’র প্রতিষ্ঠাতা আড়িয়াদহ অনাথ ভান্ডারের প্রাণস্বরূপ শ্রীশম্ভুনাথ মুখোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানান।

শুক্রবার, ৩ পৌষ, ১৩৭১ (২৭ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) FRIDAY, DECEMBER 18, 1964

ভেজাল নিরোধ অভিযানে ভাঁটা: পুলিস ও কর্পোরেশনের ফুড ইন্সপেক্টরদের মধ্যে সমন্বয়ের অভাবে কলিকাতায় ভেজাল নিরোধ অভিযানে আগের তুলনায় কিছুটা ভাঁটা পড়িয়াছে। প্রকাশ, আগে কলিকাতা এনফোরেসমেন্ট পুলিসের কয়েকজন অফিসার প্রত্যহ কর্পোরেশনের কেন্দ্রীয় অফিসে খাদ্য দপ্তরে রিপোর্ট করিতেন। ফুড ইন্সপেক্টরদের সহিত তাঁহারা একযোগে ভেজাল নিরেধ অভিযানে বাহির হইতেন ও ভেজাল সন্দেহ হইলে খাদ্যদ্রব্যের নমুনা রসায়নাগারে পরীক্ষার জন্য লইয়া যাইতেন। কিন্তু বর্তমানে ফুড ইন্সপেক্টরদের কর্পোরেশনের বিভিন্ন জেলায় ভাগ করিয়া দেওয়ায় ভেজাল নিরোধ অভিযানের এই নৈমিত্তিক যৌথ অভিযানটি ব্যাহত হইয়াছে। কর্পোরেশন হইতে পুলিস অফিসারদের বলা হইয়াছে নিয়মিত হাজিরার বদলে এখন হইতে একমাত্র নির্দিষ্ট খবর থাকিলেই ফুড ইন্সপেক্টরদের সহিত পুলিস অফিসারেরা মিলিত হইবেন।


আপনি ট্রেনে আসুন স্যার, আমি হেটে যাই। দেরী হলে আমার চাকরী থাকবে না।

শুক্রবার, ৩ পৌষ, ১৩৭১ (২৭ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) FRIDAY, DECEMBER 18, 1964

চলতি বত্সরের ৪০ লক্ষ টাকার উপরে ক্ষতির সম্ভবনা: চলতি আর্থিক বত্সরে (১৯৬৪-৬৫) কলিকাতা স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশনের ক্ষতির পরিমাণ ৪০-৪৫ লক্ষ টাকায় দাঁড়াইতে পারে। কর্পোরেশনের মতে শুল্ক বৃদ্ধির ফলে যে অতিরিক্ত খরচ হইতেছে তাহা এই ক্ষতির কারণ। ডিজেল, স্পেয়ারপার্টস ইত্যাদির উপর শুল্ক বৃদ্ধির জন্য কর্পোরেশনকে বাড়তি এক কোটি টাকা দিতে হইতেছে। ১৯৬৩ সন হইতে এই অবস্থা। ইহার পূর্বে কর্পোরেশনের কিছু কিছু লাভ হইয়াছে। কর্পোরেশনের চেয়ারম্যান শ্রী এ বি গাঙ্গুলী বৃহস্পতিবার সাংবাদিকদের একথা জানান। কেবল কলিকাতা নয়, মাদ্রাজ, বোম্বাই, বাঙ্গালোর, দিল্লি প্রভৃতি নগরীর বাস ব্যবস্থায় এককারণেই ক্ষতি হইতেছে। ব্যাপারটি ভারত সরকারকে জানানও হইয়াছে। সম্ভবত, এ সম্পর্কে তদন্তের জন্য সর্বঙভারতীয় সরকারী কমিটি নিয়োগ করা হইবে।

শুক্রবার, ৩ পৌষ, ১৩৭১ (২৭ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) FRIDAY, DECEMBER 18, 1964

রেশনিং ব্যবস্থায় মুদি দোকান গ্রহনের আবেদন: কলিকাতার চাল-ডালের কারবারিগণ রেশনিং ব্যবস্থায় যথাসম্ভব তাহাদের দোকানগুলিকে গ্রহণের জন্য রাজ্য সরকারের নিকট আবেদন জানাইয়াছেন বলিয়া প্রকাশ। বুধবার গোলদারী ব্যাবসায়ী সমিতির পক্ষ হইতে মুখ্যমন্ত্রী শ্রীপ্রফুল্লচন্দ্র সেনের নিকট লিখিত এক পত্রে রেশনিং ব্যবস্থা প্রবর্তন সমর্থন করিয়া সেইসঙ্গে ঐ মর্মে আবেদন জানানো হয়। বৃহস্পতিবার ভারতীয় উত্পাদক সমিতির পক্ষ একদল প্রতিনিধি মহাকরণে মুখ্যমন্ত্রীর সহিত সাক্ষাত্ করিয়া ঐ আবেদন পুনরুক্তি করেন। ডালের দর সম্পর্কে মুখ্যমন্ত্রী সমীপে তাঁহারা যে বক্তব্য রাখেন উহার মুল কথা হইতেছে, বাহির হইতে ডাল আমদানি করিয়া ক্রেতাদের চাহিদা মিটাইতে নির্দিষ্ট দর অপেক্ষা কিছু বেশী পড়িতেছে।

শনিবার, ৪ পৌষ, ১৩৭১ (২৮ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) SATURDAY, DECEMBER 19, 1964

ভারতী ভবনের উদ্বোধন: রাজ্যপাল শ্রীমতী পদ্মজা নাইডু শুক্রবার কলিকাতায় সংস্কৃত গবেষণার পীঠস্থান ‘ভারতী ভবন’ উদ্বোধন করেন। ভারতের যুগ-যুগান্ত সঞ্চিত জ্ঞান ও ঐতিহ্যের সহিত পরিচিত হইবার জন্য ঐশ্বর্যময়ী সংস্কৃত ভাষায় চর্চা ও গবেষণার প্রয়োজনীয়তার উপর রাজ্যপাল বিশেষ জোর দেন। তিনি বলেন, সংস্কৃত ভাষা বিজ্ঞনের বিষয়বস্তু ও আধুনিক ভাবধারা প্রকাশের উপযোগী। পরিচালক সমিতির সভাপতি বিচারপতি শ্রী পি বি মূখার্জি ঘোষণা করেন যে পশ্চিমবঙ্গে একটি সংস্কৃত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রস্তাব রাজ্য সরকারের বিবেচনাধীন। সংস্কৃত কলেজ অঙ্গণে নবনির্মিত সুদৃশ্য বাড়িটির দোর গোড়ায় রাজ্যপাল একটি প্রদীপ জ্বালিয়া দেন।

রবিবার, ৫ পৌষ, ১৩৭১ (২৯ অগ্রহায়ণ, ১৮৮৬ শক) SUNDAY, DECEMBER 20, 1964

চারু-কারু কলা মহাবিদ্যালয়: যাদবপুরের পাশেই সরকারী চারু ও কারুকলা মহাবিদ্যালয়। সেখানে শত বছরের শিল্পনিদর্শন দিয়া সাজান হইয়াছে মহাবিদ্যালয়ের শতবার্ষিকী প্রদর্শনী। শনিবার সায়াহ্নে পরম শ্রদ্ধায় মত দীপ জ্বালাইয়া এই প্রদর্শনীর উদ্বোধনকরেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী শ্রীরবীন্দ্রলাল সিংহ। ধূপধূনার সুরভিতে চারিদিকে এক শুচিস্নাত পরিবেশের সৃষ্টি হইয়াছিল উদ্বোধন অনুষ্ঠানে। উদ্বোধন অনুষ্ঠানে পৌরোহিতা করেন খ্যাতনামা শিল্পসমালোচক শ্রী ও সি গাঙ্গুলী। প্রখ্যাত শিল্পী শ্রীযামিনীরঞ্জন রায় অসুস্থতাবশত আসিতে না পারিয়া শুভেচ্ছে পাঠান। বহু শিল্পী, শিল্পরসিক ও শিল্পানুরাগী নরনারী ও ছাত্রছাত্রীতে উদ্বোধন সভাস্থলটি পূর্ণ হইয়া যায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement