অঙ্কন: ওঙ্কারনাথ ভট্টাচার্য।
বেপাড়ার এক তোলাবাজকে ঘিরে ধরেছেন পাড়ার লোক। প্রাণ বাঁচাতে বন্দুক নিয়ে তোলাবাজও ভয় দেখাতে শুরু করে। তখনই সামনে স্থানীয় এক তরুণীকে দেখে ওই যুবক তাঁর শ্লীলতাহানি করে বলে অভিযোগ। পুলিশ অবশ্য রাজ রায় নামে ওই যুবককে গ্রেফতার করেছে। তার কাছ থেকে উদ্ধার হয়েছে বন্দুকটি।
রবিবার রাতে ঘটনাটি ঘটেছে আনন্দপুর থানা এলাকার মুণ্ডাপাড়ায়। পুলিশ জানায়, ভয় দেখানো, তোলাবাজি ও এক তরুণীর শ্লীলতাহানির অভিযোগে ধরা হয় রাজকে।
সোমবার স্থানীয়েরা জানান, আগেও কয়েক বার পাড়ায় তোলা তুলতে এসেছিল রাজ। রবিবার রাতে কয়েক জন সঙ্গীকে নিয়ে সে ফের আসে। খবর পেয়ে এলাকার লোকজন তাকে ধাওয়া করে ধরেন। এলাকাবাসীদের মধ্যে ছিলেন কয়েক জন মহিলাও। বেগতিক দেখে বন্দুক বার করে গুলি চালানোর ভয় দেখায় রাজ। ওই সময়ে সে সামনে থাকা এক তরুণীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ। রাতেই স্থানীয়েরা ওই তরুণীকে নিয়ে আনন্দপুর থানায় গিয়ে রাজের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। পুলিশের অবশ্য দাবি, রবিবারের আগে রাজ ওই এলাকায় কখনও ঢোকেনি। তবে রাজের নানা দুষ্কর্মের খবর ছিল পুলিশের কাছে। ওই রাতেই কালিকাপুরের একটি ডেরা থেকে ধরা হয় তাকে।