বাঘা যতীন

অভিনেত্রীকে ‘ধর্ষণের চেষ্টা’

রাত দেড়টার কিছু পরে একতলার কোল্যাপসিব্ল গেটে তালা দিয়ে আবাসনের দোতলায় নিজের ফ্ল্যাটের দরজা খুলছিলেন তরুণী। তখনই আচমকা এক যুবক পিছন থেকে জাপটে ধরল তাঁকে। তরুণী চিৎকার করার চেষ্টা করতেই তাঁর মুখ চেপে ধরে চলল এলোপাথাড়ি চড়-ঘুষি। শেষমেশ মোবাইল চুরি করে পালাল সেই দুষ্কৃতী। পুলিশ জানায়, রবিবার রাতে এমনটাই ঘটেছে বলে থানায় অভিযোগ জানান বাঘা যতীনের এক আবাসনের বাসিন্দা পেশায় অভিনেত্রী ওই তরুণী। লালবাজার সূত্রের খবর, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে শ্লীলতাহানি ও চুরির মামলা দায়ের হয়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৪ ০৩:৩৪
Share:

রাত দেড়টার কিছু পরে একতলার কোল্যাপসিব্ল গেটে তালা দিয়ে আবাসনের দোতলায় নিজের ফ্ল্যাটের দরজা খুলছিলেন তরুণী। তখনই আচমকা এক যুবক পিছন থেকে জাপটে ধরল তাঁকে। তরুণী চিৎকার করার চেষ্টা করতেই তাঁর মুখ চেপে ধরে চলল এলোপাথাড়ি চড়-ঘুষি। শেষমেশ মোবাইল চুরি করে পালাল সেই দুষ্কৃতী।

Advertisement

পুলিশ জানায়, রবিবার রাতে এমনটাই ঘটেছে বলে থানায় অভিযোগ জানান বাঘা যতীনের এক আবাসনের বাসিন্দা পেশায় অভিনেত্রী ওই তরুণী। লালবাজার সূত্রের খবর, অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীর বিরুদ্ধে শ্লীলতাহানি ও চুরির মামলা দায়ের হয়। পরে ওই দু’টি ধারার সঙ্গে ধর্ষণের চেষ্টার মামলা শুরু করে তদন্ত শুরু হয়েছে। তবে সোমবার রাত পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি।

পুলিশ জানায়, খড়্গপুরে একটি অনুষ্ঠান সেরে রাত দেড়টা নাগাদ গাড়িতে নিজের ফ্ল্যাটে ফেরেন ওই অভিনেত্রী। সঙ্গে ছিলেন গাড়ির চালক। সোমবার ওই তরুণী জানান, বাড়ির সামনে নামার সময়ে তিনি দেখেন রাস্তায় এলাকারই পরিচিত তিন যুবক দাঁড়িয়ে। অভিযোগে অভিনেত্রী জানান, তিনি একতলার গেটের তালা খুলে ঢুকে ফের তালা বন্ধ করেন। তিনি আবাসনে ঢুকে গিয়েছেন দেখে গাড়ি নিয়ে বেরিয়ে যান চালক।

Advertisement

পুলিশ জানিয়েছে, ওই অভিনেত্রীর মা-বাবা দুর্গাপুরে থাকায় দোতলায় তাঁর ফ্ল্যাটে তালা বন্ধ ছিল। তরুণী অভিযোগে পুলিশকে জানান, তালা খোলার সময়েই আচমকা পিছনে হাজির হয় নীচে দাঁড়িয়ে থাকা তিন যুবকের এক জন। পিছন থেকে জাপটে ধরে তাঁকে ধর্ষণের চেষ্টা করা হয়। চিৎকার করলে তাঁর মুখ চেপে ধরে মারধর শুরু করে যুবক। এ দিন ওই অভিনেত্রী বলেন, “দুষ্কৃতীকে বাধা দেওয়ার চেষ্টা করতেই আমার বুকে পেটে ঘুষি-লাথি মারতে থাকে। মিনিট পাঁচেক অত্যাচার চলার পরে আমি ১০০ ডায়ালে ফোন করতে গেলে আমার মোবাইল ছিনিয়ে পালায় ওই যুবক।”

ওই অভিনেত্রীর আরও অভিযোগ, আবাসনের কোনও বাসিন্দা তাঁর সাহায্যে এগিয়ে আসেননি। পরে ওই আবাসনের উল্টো দিকের বাসিন্দারা বেরোলেও তাঁরা ওই দুষ্কৃতীকে ধরার চেষ্টা করেননি। ওই দুষ্কৃতী পালানোর পরে অন্য একটি মোবাইল থেকে ১০০ ডায়ালে ফোন করে সাহায্য চান অভিনেত্রী।

পুলিশ জানিয়েছে, ওই আবাসনের গেটের পাশে একটি নিচু পাঁচিল রয়েছে। পুলিশের অনুমান, সেটি টপকে অভিযুক্ত যুবক ঢোকে ও পালায়। ওই অভিনেত্রীর দেওয়া বিবরণ অনুযায়ী অভিযুক্তের স্কেচ আঁকানো হচ্ছে। অভিনেত্রীর বক্তব্য, প্রায় দিনই বিভিন্ন অনুষ্ঠান শেষে তাঁকে রাতে বাড়ি ফিরতে রাত হয়। তাঁর প্রশ্ন, খাস কলকাতার বুকেই যদি নিরাপত্তার এই হাল হয়, তবে কোথায় যাবেন তিনি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement