প্রতীকী ছবি।
দশ বছরের এক বালকের নিখোঁজ হওয়া ঘিরে রহস্য দেখা দিয়েছে। রবিবার বালি থানা এলাকার নিমতলার ঘটনা। পুলিশ জানিয়েছে, ওই দিন বেলা ১২টা নাগাদ বাড়ির সামনে কল থেকে জল আনতে গিয়েছিল মহম্মদ সলমন নামে ওই বালক। তার পরে আর বাড়ি ফেরেনি। দীর্ঘ ক্ষণ না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজ-খবর করেন পরিবারের লোকজন। কিন্তু কোথাও সলমনের সন্ধান মেলেনি। শেষমেশ রাতেই থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার।
স্থানীয় সূত্রে খবর, সলমনের বাবা পেশায় দর্জি মহম্মদ নিয়ামুল প্রায় দেড় বছর ধরে রয়েছেন নিমতলা এলাকায়। মাস দেড়েক আগে তাঁর স্ত্রী বিহার থেকে তিন ছেলেকে নিয়ে হাওড়ার বাড়িতে আসেন। ওই দম্পতির মেজো ছেলে সলমন। পরিবারের দাবি, সে এলাকার রাস্তা ভাল চেনে না। সলমনকে কেউ অপহরণ করেছে কি না, তা ভেবেই এখন আতঙ্কিত পরিবার। অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে বালি থানার পুলিশ।