—প্রতীকী চিত্র।
বাড়ির চিলেকোঠার ঘরে বাজি তৈরি করতে গিয়ে পুড়ে মৃত্যু হল এক যুবকের। সোমবার দুপুরে বালির ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম
অরূপ দত্ত (৩৫)।
পুলিশ সূত্রের খবর, বালির বারেন্দ্র পাড়ার গঙ্গাকান্ত ভাদুড়ি স্ট্রিটের বাসিন্দা অরূপ এ দিন দুপুর আড়াইটে নাগাদ
বাড়ির চিলেকোঠার ঘরে বসে তুবড়ি তৈরি করছিলেন। আচমকা বিস্ফোরণের শব্দ শুনতে পান বাড়ির বাকি সদস্য ও প্রতিবেশীরা। ছুটে গিয়ে দেখা যায়, ওই ঘরে দাউদাউ করে আগুন জ্বলছে। বালি ও জল ঢেলে কোনও মতে আগুন নিভিয়ে দগ্ধ অরূপকে উদ্ধার করে উত্তর হাওড়ার একটি
বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে আশঙ্কাজনক অবস্থায় নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনাস্থলে তদন্তে গিয়ে পুলিশ দেখে, চিলেকোঠার ওই ঘরে ছড়িয়েছিটিয়ে পড়ে রয়েছে তুবড়ির খোল, দাড়িপাল্লা, হামানদিস্তা। প্রাথমিক ভাবে তদন্তকারীদের অনুমান, তুবড়িতে মশলা ভরার সময়েই কোনও ভাবে আগুন ধরে যায়। তার পরে তা মাদুর, বিছানা-সহ ঘরের আসবাবপত্রে এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে, দরজা খুলে আর বেরোতে পারেননি অরূপ। মৃতের বন্ধু তথা প্রতিবেশী সুরজিৎ বিশ্বাস বলেন, ‘‘ওই ঘরে কিছু পুরনো মশলা ছিল। তাতে আগুন ধরেই সব শেষ হয়ে গেল।’’