Arrest

শিশুকে নিগ্রহ করে ছাদ থেকে ফেলে ধৃত

পুলিশ সূত্রের খবর, গত ১৩ ডিসেম্বর, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ওই শিশুটি তার বাড়ির বাইরে আরও কয়েক জনের সঙ্গে লুকোচুরি খেলছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ ডিসেম্বর ২০২০ ০৪:৫১
Share:

প্রতীকী চিত্র।

লুকোচুরি খেলার নামে বছর ছয়েকের শিশুকন্যাটিকে পাশের বাড়ির ছাদের ঘরে নিয়ে গিয়েছিল প্রতিবেশী যুবক। সেখানেই সে শিশুটিকে যৌন নিগ্রহের চেষ্টা করে বলে অভিযোগ। কিন্তু সেই সময়েই শিশুটির মামা তার নাম ধরে ডাকাডাকি শুরু করলে ভয় পেয়ে তেতলার উপর থেকে তাকে নীচে ফেলে দেয় অভিযুক্ত। শিশুটি বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। রাজাবাগান থানা এলাকার এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত যুবক এরশাদ মালিকে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, গত ১৩ ডিসেম্বর, রবিবার রাত সাড়ে আটটা নাগাদ ওই শিশুটি তার বাড়ির বাইরে আরও কয়েক জনের সঙ্গে লুকোচুরি খেলছিল। অভিযোগ, সে সময়ে আরও ভাল লুকনোর জায়গা দেখিয়ে দেওয়ার নামে তাকে পাশের বাড়ির ছাদের চিলেকোঠার ঘরে নিয়ে যায় এরশাদ এবং যৌন নিগ্রহের চেষ্টা করে। সে সময়ে বাচ্চাটির মামা তার নাম ধরে ডাকাডাকি শুরু করেন। শিশুটি চিৎকার করে সাড়া দিতে গেলে এরশাদ তার গলা টিপে ধরে বলে অভিযোগ। এর পরে শিশুটি নিস্তেজ হয়ে পড়লে ভয় পেয়ে তাকে তেতলার ছাদ থেকে নীচে ফেলে দেয় অভিযুক্ত।

এর বেশ কিছু ক্ষণ পরে শিশুটিকে খুঁজে পান তার পরিবারের লোকেরা। ছাদ থেকে সোজা মাটিতে না পড়ে প্রথমে একটি শেডের উপরে পড়েছিল শিশুটি। এতে তার মাথায় চোট লাগে। পরে সে-ই অভিযুক্ত যুবকের নাম জানায়। এর পরেই তার পরিবার পুলিশের দ্বারস্থ হয়। বর্তমানে শিশুটির হাসপাতালে চিকিৎসা চলছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement