ছাত্রীকে ‘উত্যক্ত’ করে গ্রেফতার যুবক

এক ছাত্রীকে খুনের হুমকি, অশ্লীল ই-মেল, এসএমএস এবং তাঁর পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা আদায়ের অভিযোগে চেন্নাইয়ের এক যুবককে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃতের নাম শিবানন্দ মোহন। ধৃতকে চেন্নাই থেকে ট্রানজিট রিমান্ডে বিধাননগরে নিয়ে আসা হয়। রবিবার বিধাননগর এসিজেএম আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজত দেয়। এই মামলায় আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগ করা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৫ মে ২০১৫ ০৩:২২
Share:

এক ছাত্রীকে খুনের হুমকি, অশ্লীল ই-মেল, এসএমএস এবং তাঁর পরিবারের কাছ থেকে ৫ লক্ষ টাকা আদায়ের অভিযোগে চেন্নাইয়ের এক যুবককে গ্রেফতার করল বিধাননগর পুলিশ। ধৃতের নাম শিবানন্দ মোহন। ধৃতকে চেন্নাই থেকে ট্রানজিট রিমান্ডে বিধাননগরে নিয়ে আসা হয়। রবিবার বিধাননগর এসিজেএম আদালত তাঁকে ১০ দিনের পুলিশি হেফাজত দেয়। এই মামলায় আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে বিশেষ সরকারি কৌঁসুলি নিয়োগ করা হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, কেরলের কোঝিকোড়ে পাঠরতা, দমদম পার্কের বাসিন্দা ওই তরুণীর পরিবারের তরফে এপ্রিল মাসে বিধাননগর সাইবার থানায় অভিযোগ দায়ের হয়, ছাত্রীটির কলেজের সিনিয়র শিবানন্দ তাঁকে প্রথমে বিয়ের প্রস্তাব দিয়েছে। ছাত্রীটি প্রস্তাব নাকচ করায় তাঁকে মেরে ফেলার হুমকি দিতে থাকে শিবানন্দ। সেই সঙ্গে তাঁকে অশ্লীল মেল, এসএমএস পাঠায় সে। ছাত্রীটি এর প্রতিবাদ করলে শিবানন্দ হুমকি দিয়ে তার পরিবারের কাছে ১০ লক্ষ টাকা দাবি করে বলেও অভিযোগ। ছাত্রীটির পরিবার তাঁকে প্রথমে ৫ লক্ষ টাকা দেয়। তার পরেও শিবানন্দ টাকা চাইতে থাকলে পুলিশের দ্বারস্থ হয় ছাত্রীটির পরিবার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement