Electrocuted to death

টুলু পাম্প দিয়ে জল তুলতে গিয়ে বিপত্তি, তড়িদাহত হয়ে কলকাতায় মৃত্যু ৩২ বছরের যুবকের

পুলিশ সূ্ত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাহুল দুবে। তিনি উত্তরপ্রদেশের বাসিন্দা। কলকাতায় এক বেসরকারি বাস সংস্থায় কাজ করেন। জোড়াবাগানে ভাড়া থাকেন। সেই ভাড়াবাড়িতেই বিপত্তি।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ ডিসেম্বর ২০২৩ ১৫:২৫
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

কলকাতায় আবার তড়িদাহত হয়ে মৃত্যু। প্রাণ গেল ৩২ বছরের যুবকের। টুলু পাম্পের মাধ্যমে জল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু। জোড়াবাগান থানা এলাকার ঘটনা।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম রাহুল দুবে। তিনি আদতে উত্তরপ্রদেশের বাসিন্দা। বেসরকারি বাস সংস্থায় কাজ করেন। জোড়াবাগান থানা এলাকায় ভাড়া থাকেন। বৃহস্পতিবার সকালে ভাড়াবাড়িতে টুলু পাম্প দিয়ে জল তুলতে গিয়েই বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।

গত নভেম্বর মাসে নারকেলডাঙা থানার মহেশ বারিক লেনে নির্মীয়মাণ একটি বহুতলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল এক শ্রমিকের। মৃত ব্যক্তির নাম মিয়ারুল শেখ। ২৮ বছরের ওই যুবক ছিলেন মুর্শিদাবাদের সুতির বাসিন্দা। তার আগে মে মাসে কলকাতার একবালপুরে বিদ্যুতের তারে ভেজা কাপড় মেলতে গিয়ে বিপত্তি ঘটে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement