মর্মান্তিক: দুর্ঘটনার পরে ভিড়। মঙ্গলবার, মা এবং এজেসি বসু উড়ালপুলের সংযোগস্থলে। নিজস্ব চিত্র
বেপরোয়া গতিতে মোটরবাইক চালানোয় ফের মৃত্যু হল এক চালকের। গুরুতর জখম হলেন তাঁর সঙ্গী তরুণী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার বিকেলে, সার্কাস অ্যাভিনিউয়ের উপরে মা এবং এজেসি বসু উড়ালপুলের সংযোগস্থলে।
পুলিশ সূত্রের খবর, মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা নাগাদ বাইপাস থেকে পার্ক সার্কাসমুখী একটি মোটরবাইক নিয়ন্ত্রণ হারিয়ে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা মেরে কয়েক ফুট দূরে ছিটকে যায়। তাতেই মৃত্যু হয় বাইকচালক যুবকের। পিছনে থাকা তাঁর বান্ধবী গুরুতর জখম অবস্থায় এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের পকেট থেকে যে ড্রাইভিং লাইসেন্স মিলেছে, তাতে নাম লেখা রয়েছে অর্ঘ্য দীর্ঘাঙ্গী। সেই তথ্য অনুযায়ী তাঁর বাড়ি হুগলির জাঙ্গিপাড়ায়। পুলিশ সেখানে খবর পাঠিয়েছে। পুলিশ জানিয়েছে, তাঁর সঙ্গী তরুণীর নাম দিয়া মুখোপাধ্যায়। তাঁর বাড়ি সল্টলেকের পূর্বাচলে। পুলিশের দাবি, বেপরোয়া গতিতে মোটরবাইক চালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়েছিলেন ওই চালক।
প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানিয়েছেন, জোরে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা মেরে মোটরবাইকের সঙ্গেই দূরে ছিটকে যান চালক এবং তাঁর সঙ্গী। কয়েক ফুট দূরে উড়ালপুলের উপরেই ছিটকে পড়ে চালকের মাথা থেঁতলে যায়। সেই সময়ে অন্য
গাড়ির সওয়ারিরা গাড়ি থেকে নেমে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কড়েয়া থানার পুলিশ। উদ্ধার করা হয় বাইকচালক যুবক এবং তাঁর সঙ্গী তরুণীকে। পুলিশ জানিয়েছে, রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা যুবককে তোলার সময়েই তাঁর জ্ঞান ছিল না। তাঁকে ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ সূত্রের খবর, মৃত যুবকের বান্ধবীর শরীরেও একাধিক আঘাত রয়েছে। তাঁকে প্রাথমিক ভাবে পরীক্ষা করে চিকিৎসকেরা জানিয়েছেন, তরুণীর ডান পায়ের একাধিক হাড় ভেঙেছে। মুখেও আঘাত লেগেছে। তবে মস্তিষ্কে কোনও রক্তক্ষরণ হয়েছে কি না, তা সিটি স্ক্যানের পরেই বোঝা যাবে। জ্ঞান থাকলেও সামান্য কথা বলতে পারছেন তিনি।
তদন্তে নেমে পুলিশ আহত তরুণীর কাছ থেকে জানতে পেরেছে, দু’জনে সল্টলেক থেকে বেরিয়ে কলকাতার দিকে যাচ্ছিলেন। দু’জনেই পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষের পড়ুয়া। কিন্তু কী করে দুর্ঘটনা ঘটল, তা এ দিন ওই তরুণী বলতে পারেননি। পুলিশ প্রাথমিক তদন্তের পরে জানিয়েছে, দু’জনের মাথায় হেলমেট থাকলেও তীব্র বেগে ছুটে যাওয়া মোটরবাইকটি ছিটকে উড়ালপুলের দেওয়ালে ধাক্কা মারে। আর সম্ভবত তাতেই দু’জনের মাথা থেকে হেলমেট খুলে রাস্তায় পড়ে যায়।