Arrest

খাবারের প্যাকেটে মাদক, ধৃত যুবক

ধৃতের কাছে একটি খাবারের প্যাকেটের মধ্যে ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে। সেটি একটি পলিথিনের ব্যাগে রাখা ছিল।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০২০ ০২:০৩
Share:

প্রতীকী ছবি।

খাবারের প্যাকেটে ভরে মাদক পাচারের সময়ে হাতেনাতে ধরা পড়ে গেল কুখ্যাত এক মাদক পাচারকারী। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম রশিদ আলি মোল্লা। তার বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোচরণে। বুধবার গভীর রাতে উত্তর বন্দর থানা এলাকার হাওড়া সেতুর নীচে ফুলবাজার থেকে তাকে গ্রেফতার করে লালবাজারের গোয়েন্দা বিভাগের মাদক-বিরোধী শাখা। ধৃতের কাছে একটি খাবারের প্যাকেটের মধ্যে ৩০০ গ্রাম হেরোইন পাওয়া গিয়েছে। সেটি একটি পলিথিনের ব্যাগে রাখা ছিল।

Advertisement

ব্যাঙ্কশাল আদালতের সরকারি কৌঁসুলি তারকনাথ মণ্ডল এবং সাজ্জাদ আলি খান জানান, বিচারক ধৃতকে ২৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন। মাদক আইনের ধারায় তার বিচার শুরু করার জন্য ধৃতকে ওই দিন বিশেষ আদালতে পেশ করা হবে।

গত সোমবার মাদক-বিরোধী শাখার গোয়েন্দারা মুচিপাড়া থানা এলাকার বি বি গাঙ্গুলি স্ট্রিট থেকে পরিমল রায় ও মায়া হালদার নামে দুই পাচারকারীকে গ্রেফতার করেছিলেন। তাদের জেরা করে রশিদের নাম জানতে পারেন তদন্তকারীরা। সেই সূত্রেই বুধবার রাতে রশিদকে গ্রেফতার করা হয়।

Advertisement

তদন্তকারীরা জানান, আনলক-পর্ব শুরু হতেই পুরনো ক্রেতাদের সঙ্গে যোগাযোগ করে ওই মাদক পাচারকারীরা। সেই মতো মাদক নিয়ে এসে কলকাতায় তা সরবরাহ করাও শুরু হয়েছিল। প্যাকেটে ভরে নিয়ে এসে তা ভাগ করে দেওয়া হত একাধিক ক্রেতার মধ্যে। বুধবার রাতে রশিদ সেই উদ্দেশ্যেই ফুলবাজারে এসেছিল। খাবারের প্যাকেটে ভরা ছিল মাদক।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement