Calcutta News

অগস্টের প্রথম সপ্তাহে ৪৮ ঘণ্টা হলুদ ট্যাক্সি ধর্মঘটের ডাক

ফের এক বার ধর্মঘটের কারণে যাত্রীরা ভোগান্তির মুখে পড়তে চলেছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৯ ২১:৫৭
Share:

—ফাইল চিত্র।

হলুদ ট্যাক্সি ধর্মঘটের ডাক দিল সিটু। অগস্টের ৬ এবং ৭, এই দু’দিন ধর্মঘটে অংশ নেবেন কলকাতার প্রায় ২০ হাজার ট্যাক্সিচালক। এমনই দাবি সিটু সমর্থিত ট্যাক্সি সংগঠনগুলির। অ্যাপ-ক্যাব নির্ভর ট্যাক্সি চালকদেরও ধর্মঘটে সামিল হওয়ার আহ্বান জানানো হয়েছে সিটুর তরফে।

Advertisement

চলতি মাসের শুরুতেই ন্যায্য পাওনা এবং পুলিশি জুলুমের প্রতিবাদে দু’দিন ধর্মঘটে শামিল হয়ে ছিলেন অধিকাংশ চালক। তার জেরে যাত্রীরাও হয়রানির শিকার হন। ফের এক বার ধর্মঘটের কারণে যাত্রীরা ভোগান্তির মুখে পড়তে চলেছেন।

নূন্যতম ভাড়া বৃদ্ধির দাবিতে সরব হয়েছেন হলুদ ট্যাক্সির চালকেরা। তাঁদের দাবি, নূন্যতম ভাড়া ৪০ টাকা করতেই হবে। এই দাবি মানা না হলে আগামী দিনে লাগাতার আন্দোলনের পথে হাঁটবেন তাঁরা। অ্যাপ-ক্যাব চালকেরাও ন্যায্য কমিশন থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি চালকেরা। হলুদ ট্যাক্সির সঙ্গে ক্যাব চালকেরাও ধর্মঘটে শামিল হলে ভোগান্তি আরও বাড়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

আরও পড়ুন: ডিজিটাল ইন্ডিয়ার সাইট জাল করে প্রতারণা, ব্যারাকপুর থেকে দিল্লি পুলিশের জালে চক্রের পাণ্ডা

আরও পড়ুন: রাতের শহরে হেলমেটহীন বাইক চালককে থামাতে গিয়ে ফের আক্রান্ত পুলিশ

এবার শুধু খবর পড়া নয়, খবর দেখাও।সাবস্ক্রাইব করুনআমাদেরYouTube Channel - এ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement