manishankar mukhopadhyay

কলকাতার নতুন শেরিফ হলেন সাহিত্যিক শংকর

এর আগে চিকিৎসক সঞ্জয় মুখোপাধ্যায় কলকাতার শেরিফ ছিলেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৯ ১৯:৪০
Share:

সাহিত্যিক মণিশংকর মুখোপাধ্যায়

কলকাতার নতুন শেরিফ হতে চলেছেন লেখক শংকর ওরফে মণিশংকর মুখোপাধ্যায়। কলকাতা হাইকোর্টের মনোনয়ন অনুযায়ী আগামী সোমবার আনুষ্ঠানিক ভাবে এই পদের দায়িত্ব নিতে চলেছেন তিনি। এর আগে চিকিৎসক সঞ্জয় মুখোপাধ্যায় কলকাতার শেরিফ ছিলেন।

Advertisement

১৯৩৩-এর ৭ ডিসেম্বর অধুনা বাংলাদেশের যশোহরের বনগ্রামে জন্ম শংকরের। বাবা হরিপদ মুখোপাধ্যায় পেশায় ছিলেন আইনজীবী। শংকরের ছোটবেলা কেটেছে হাওড়ায়। জীবনের শুরুতে কখনও শিক্ষকতা, কখনও হাইকোর্ট পাড়ায় কাজ করলেও লেখালেখির প্রতি গোড়া থেকেই অনুরক্ত তিনি।

কলকাতা হাইকোর্টের শেষ ইংরেজ ব্যারিস্টার নোয়েল ফ্রেডরিক বারওয়েলের অধীনেও কাজ করেছেন শংকর। ১৯৫৩–তে বারওয়েলের মৃত্যুর পরেই লেখালিখিতে পাকাপাকি ভাবে চলে আসেন তিনি। ‘চৌরঙ্গী’, ‘জনঅরণ্য’, ‘অচেনা অজানা বিবেকানন্দ’, ‘সীমাবদ্ধ’ ‘কত অজানারে’ সমেত অসংখ্য জনপ্রিয় বইয়ের প্রণেতাও শংকর।

Advertisement

আরও পড়ুন: ক্লাবের ছাদ থেকে ‘ঝাঁপ’, প্রাক্তন কাউন্সিলরের মৃত্যু

ব্রিটিশ আমল থেকেই কলকাতার শেরিফ পদটি রয়েছে। কখনও শ্রীরামকৃষ্ণ দেবের চিকিৎসক মহেন্দ্রলাল সরকার, আবার সাম্প্রতিক অতীতে অভিনেতা রঞ্জিত মল্লিক-সহ সমাজের বহু বিশিষ্ট মানুষ এই পদে থেকেছেন।

আরও পড়ুন : তিন দিন পার, হদিশ নেই কড়েয়ার আড়াই লাখি বাইক এবং তার বেপরোয়া চালকের

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement