সল্টলেকের ভেড়ি এলাকায় খুন হলেন এক মহিলা কর্মী। পুলিশ জানিয়েছে, মৃতের নাম শিবাণী মণ্ডল (৪৫)। সল্টলেকের প্রান্তিক এলাকায় বিশাল জায়গা জুড়ে ছড়িয়ে রয়েছে ওই বেসরকারি ভেড়ি। ভেড়িকর্মীরা জানান, প্রতি দিনের মতো রবিবার রাতেও তা পাহারার দায়িত্বে ছিলেন ওই মহিলা। রাত ১০টা নাগাদ ভেড়িতে মাছ চুরির জন্য কয়েক জন লোক ঢোকে বলে অভিযোগ। পাহারার দায়িত্বে থাকা শিবাণীদেবী একাই তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। বাধা পেয়ে তাঁকে পিটিয়ে মারে ওই দুষ্কৃতীরা। রাত দেড়টা নাগাদ তাঁর দেহ উদ্ধার করেন কর্মীরা। বিধাননগর হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
আরও পড়ুন
গত বছরও নলবনের একটি ভেড়িতে প্রায় একই ভাবে মৃত্যু হয় এক কর্মীর। ইতিমধ্যেই এলাকার বিভিন্ন ভেড়ির কর্মীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ দিন ওই ভেড়ি মালিক স্বপন মিশ্র বলেন, “গত রাতে এই ঘটনা ঘটেছে। পাহারার সময় চোরেদের বিরুদ্ধে একা কুম্ভ হয়ে দাঁড়িয়েছিলেন শিবাণীদেবী।” ঘটনার তদন্ত নেমেছে বিধাননগর (দক্ষিণ) থানার পুলিশ।