Death

‘আত্মঘাতী’ মহিলা কর্মী, প্ররোচনার অভিযোগে গ্রেফতার স্পা-মালিক

পুলিশ জানায়, মাধবীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। পরিবারের লোকজনের অভিযোগ, স্পা থেকে তাঁদের জানানো হয়, মাধবী অসুস্থ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৩ ০৬:২৬
Share:

—প্রতীকী ছবি।

মহিলা কর্মীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে এক ব্যবসায়ীকে গ্রেফতার করল বিধাননগর উত্তর থানার পুলিশ। তাঁর নাম রজত হালদার। বুধবার বিকেলে সল্টলেকে তাঁরই স্পা থেকে মাধবী মণ্ডল (৩৭) নামে ওই মহিলা কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। মহিলার স্বামীর দায়ের করা অভিযোগের ভিত্তিতে ওই রাতেই রজতকে গ্রেফতার করে পুলিশ। আদালত তাঁকে জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে বলে জানিয়েছেন তদন্তকারীরা।

Advertisement

পুলিশ জানায়, মাধবীর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুরে। পরিবারের লোকজনের অভিযোগ, স্পা থেকে তাঁদের জানানো হয়, মাধবী অসুস্থ। পরে তাঁরা বিধাননগর মহকুমা হাসপাতালে পৌঁছে জানতে পারেন, মাধবীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। মাধবীর উপরে স্পায়ের মালিক রজত মানসিক নির্যাতন চালাতেন বলে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন স্বামী মুরারি মণ্ডল। তার পরে বুধবার রাতেই রজতকে গ্রেফতার করে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, দীর্ঘ রাস্তা উজিয়ে স্পায়ে চাকরি করতে যেতেন মাধবী। তাঁর পরিবার আর্থিক ভাবে বিশেষ সচ্ছল নয়। স্বামীও অসুস্থ ছিলেন। সেই কারণে স্বল্প বেতন হওয়া সত্ত্বেও ওই স্পায়ে চাকরি করতেন মাধবী।

পুলিশের দাবি, মাধবীর স্বামী তাদের জানিয়েছেন, কাজে পৌঁছতে দেরি হলে কিংবা ছোটখাটো ভুল হলে স্পায়ের মালিক নির্বিচারে অপমান করতেন মাধবীকে। এ নিয়ে মাধবী নিজেও মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন। তাঁর স্বামী ওই স্পায়ের মালিকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছেন। পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে মামলা রুজু করা হয়েছে। মানসিক নির্যাতনের বাইরে দু’তরফের মধ্যে অন্য কোনও সমস্যা ছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ। তবে, স্পা-টি খুব ভাল চলত না বলেই জানাচ্ছে তারা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement