Kolkata News

ভিআইপি রোডে বেপরোয়া বাসের ধাক্কা বাইকে, পিষে দিয়ে গেল মহিলার মাথা

হেলমেট পরেই বাইকে চড়েছিলেন। যাচ্ছিলেন সাধারণ গতিতে রাস্তার বাঁদিক দিয়েই। কিন্তু শেষরক্ষা হল না। অফিসে যাওয়ার পথে পথ দুর্ঘটনায় প্রাণ গেল মৌমিতা পাল ঘোষের। স্বামীর বাইকে চড়ে অফিসে যাওয়ার সময় পিছন থেকে একটি বাসের ধাক্কায় রাস্তায় পড়ে যান মৌমিতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০১৭ ১৫:০৪
Share:

মৌমিতা পাল ঘোষ। নিজস্ব চিত্র

হেলমেট পরেই বাইকে চড়েছিলেন। যাচ্ছিলেন সাধারণ গতিতে রাস্তার বাঁদিক দিয়েই। কিন্তু শেষরক্ষা হল না। অফিসে যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ গেল মৌমিতা পাল ঘোষের। স্বামীর বাইকে চড়ে অফিসে যাওয়ার সময় পিছন থেকে একটি বাসের ধাক্কায় রাস্তায় পড়ে যান মৌমিতা। গতি নিয়ন্ত্রণ করতে না পেরে মৌমিতার মাথার উপর দিয়েই বাস চালিয়ে দেন চালক।

Advertisement

আরও পড়ুন: কাটা পড়ল কে, দেখতে নেমে মৃত্যু গার্ডেরও

সেই ঘাতক বাসটি

Advertisement

পুলিশ সূত্রে খবর, মৌমিতার বাড়ি বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে। কেন্দ্রীয় সরকারের খাদ্য মন্ত্রকে কাজ করেন তিনি। স্বামী হিরন্ময় পাল বিমানবন্দরের ট্রাফিক কন্ট্রোলের কর্মী। শুক্রবার সকাল সাড়ে ৯টা নাগাদ বিমানবন্দরের বাড়ি থেকে স্বামীর মোটরবাইকে চড়ে সিজিও কমপ্লেক্সে নিজের অফিসে যাচ্ছিলেন মৌমিতা। প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তার ধার দিয়ে সাধারণ গতিতেই গাড়ি চালাচ্ছিলেন হিরন্ময়। পিছনে আসছিল বারাসত-বি গার্ডেন রুটের একটি বাস। হলদিরাম-চিনার পার্ক ক্রসিংয়ের কাছে পোদ্দার বিহারের সামনে আচমকাই গতি বাড়িয়ে বাইকটিকে ওভারটেক করতে যায় বাসটি।

এই বাইকে চড়েই কর্মস্থলে যাচ্ছিলেন মৌমিতা

কিন্তু নিয়ন্ত্রণ সামলাতে না পারায় বাইকটির পিছনে সজোরে ধাক্কা মারে। ধাক্কা লেগে বাইক নিয়েই মাটিতে পড়ে যান হিরন্ময়। ছিটকে পড়েন মৌমিতাও। মুহূর্তে তাঁর মাথার উপর দিয়ে চলে যায় বাসটির পিছনের চাকা। ঘটনাস্থলেই মৃত্যু হয় মৌমিতার। ঘটনার পর ঘাতক বাসটিকে পুলিশ আটক করলেও বাসের চালক পলাতক।

পুলিশ জানায়, মৌমিতা-হিরন্ময় আদতে বর্ধমানের বাসিন্দা। বিমানবন্দরের আড়াই নম্বর গেটের কাছে বাড়ি ভাড়া নিয়ে থাকতেন তাঁরা। ২০১৪-র ২৬ জানুয়ারি হিরন্ময়ের সঙ্গে বিয়ে হয়েছিল মৌমিতার। আর দুই সপ্তাহ পরেই ছিল বিবাহবার্ষিকীর দিন। কিন্তু তা আর একসঙ্গে পালন করা হল না।

(নিজস্ব চিত্র)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement