মৃতার মা সুস্মিতা বন্দ্যোপাধ্যায়। (ইনসেটে) মৈথিলী। — নিজস্ব চিত্র
দুপুরের ব্যস্ত যশোহর রোড। হঠাৎই কিছু আছড়ে পড়ার বিকট আওয়াজ। স্থানীয়েরা ছুটে এসে দেখেন, রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে এক তরুণী। মঙ্গলবার, বারাসতের ডাকবাংলো মোড়ে এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। কিছুক্ষণ বন্ধ হয়ে যায় যান চলাচল। পুলিশ এসে তরুণীকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, মৃতার নাম মৈথিলী বন্দ্যোপাধ্যায় (৩১)। বাড়ি দক্ষিণপাড়ায়। মৈথিলীর মা সুস্মিতাদেবী পুলিশকে জানান, হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে মিডিয়া মার্কেটিং নিয়ে পাশ করে সেখানেই অধ্যাপনা করতেন মৈথিলী। ন’মাস আগে আমেরিকায় এক পথ-দুর্ঘটনায় মাথায় চোট পান। সুস্মিতাদেবী জানিয়েছেন, মাসখানেক আগে বারাসতের বাড়িতে ফেরার কিছু দিন পর থেকে মৈথিলীর কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছিল। সম্প্রতি তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছিলেন।
পুলিশ জেনেছে, সাড়ে ১২টা নাগাদ এক পরিচিতের বাড়ি যাওয়ার নাম করে বেরিয়েছিলেন মৈথিলী। তাঁদের বা়ড়ির কাছেই ডাকবাংলো মোড়ে একটি চারতলা আবাসনের এক বাসিন্দা সুরজিৎ ঘোষ বলেন, ‘‘দুপুরে মেয়েটিকে আবাসনে ঢুকতে দেখেছিলাম। পরে দেখি, ও সিঁড়ি দিয়ে উঠছে। কোথায় যাচ্ছে, জিজ্ঞাসা করলেও উত্তর দেয়নি। কিছু পরে ছাদ থেকে কিছু পড়ার আওয়াজ শুনি। নেমে দেখি, রাস্তায় পড়ে রয়েছে মেয়েটি।’’
পুলিশের অনুমান, ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই তরুণী। মৃতার পরিবারের তরফে অবশ্য কারও বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ জানায়, দেহটি ময়না তদন্তে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।