আইনজীবী খুনে ১০ মাস পরে জামিন স্ত্রীর

২০১৮ সালের ২৫ নভেম্বর নিউ টাউনের ফ্ল্যাট থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছিল রজতকে। হাসপাতালে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০২ অক্টোবর ২০১৯ ০৩:২৪
Share:

অনিন্দিতা পাল

নিউ টাউনের আইনজীবী রজত দে খুনের ১০ মাস পরে জামিন পেলেন তাঁর স্ত্রী অনিন্দিতা পাল। স্বামীকে খুনের অভিযোগে ধৃত অনিন্দিতাকে দিন কয়েক আগে সুপ্রিম কোর্ট জামিন দিয়েছিল। এর পরে মঙ্গলবার বারাসত আদালত ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাঁর জামিন মঞ্জুর করে। এ দিনই বিকেলে দমদম সেন্ট্রাল জেল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফেরেন অনিন্দিতা।

Advertisement

২০১৮ সালের ২৫ নভেম্বর নিউ টাউনের ফ্ল্যাট থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়েছিল রজতকে। হাসপাতালে তাঁকে মৃত বলে জানান চিকিৎসকেরা। রজতের শরীরে কিছু আঘাতের চিহ্নও মিলেছিল বলে জানায় পুলিশ। তদন্তে নেমে ১ ডিসেম্বর রজতের স্ত্রী, পেশায় আইনজীবী অনিন্দিতাকে গ্রেফতার করা হয়।

সেই মামলা চলছে বারাসত আদালতে। খুনের ৮১ দিনের মাথায় চার্জশিট জমা দেয় বিধাননগর পুলিশ। তাতে অনিন্দিতাকেই মূল অভিযুক্ত দেখানো হয়েছিল। বিশেষ সরকারি কৌঁসুলি বিভাস চট্টোপাধ্যায় মঙ্গলবার বলেন, ‘‘সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার দ্রুত নিষ্পত্তির জন্য চার্জশিট জমা দেওয়ার সঙ্গে চার্জ গঠনও হয়েছে। ১৯ জনের সাক্ষ্যগ্রহণও হয়েছে।’’

Advertisement

মামলা চলাকালীন বারাসত ও কলকাতা হাইকোর্টে জামিনের আবেদন খারিজ হওয়ার পরে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন অনিন্দিতা। ২৭ সেপ্টেম্বর সর্বোচ্চ আদালত জামিন মঞ্জুর করে। সেই নির্দেশ জমা দেওয়ার পরে বারাসত আদালতের ফাস্ট ট্র্যাক কোর্টের তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক এ দিন অনিন্দিতাকে শর্ত সাপেক্ষে জামিন দেন। অনিন্দিতার আইনজীবী চন্দ্রশেখর বাগ বলেন, ‘‘৫০ হাজার টাকার বন্ডের পাশাপাশি অনিন্দিতার পাসপোর্ট জমা রাখার নির্দেশও দিয়েছে আদালত। পাশাপাশি, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এলাকা ছেড়ে তিনি কোথাও যেতে পারবেন না।’’

এ দিন বাড়ি ফেরার পথে অনিন্দিতার প্রতিক্রিয়া, ‘‘আমিও আইনজীবী। বিচার ব্যবস্থার উপরে সম্পূর্ণ আস্থা রয়েছে। আমি আদালতের নির্দেশ মেনে চলব।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement