প্রতীকী চিত্র
জনসংযোগ বাড়াতে বাসিন্দাদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছিল পুলিশ। কিন্তু কাজের কথার বদলে দিনভর সুপ্রভাত-শুভ রাত্রির বার্তাই উপচে পড়ছে সেখানে। যার জেরে বেজায় মুশকিলে পড়েছে বিধাননগর পুলিশ।
মাস ছয়েক আগে সল্টলেক, বিধাননগর, নিউ টাউনের বিভিন্ন এলাকার বাসিন্দাদের নিরাপত্তার কথা ভেবে তাঁদের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিকে নজর দিয়েছিল বিধাননগর পুলিশ। পুলিশের তরফে কোনও বার্তা যাতে সরাসরি বাসিন্দাদের জানানো যায় অথবা বিপদে পড়লে কেউ তৎক্ষণাৎ পুলিশকে জানাতে পারেন, সেই লক্ষ্যেই এলাকাভিত্তিক বেশ কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করে বিধাননগর পুলিশ।
কিন্তু পুলিশকর্মীদের একাংশ জানাচ্ছেন, ওই গ্রুপে দিনভর এসেই চলেছে অপ্রয়োজনীয় শুভেচ্ছাবার্তা। ফলে তিতিবিরক্ত হয়ে অনেকে আর গ্রুপের বার্তা দেখছেন না। ফলে গ্রুপে পুলিশ কোনও বার্তা দিলেও তা হারিয়ে যাচ্ছে অপ্রয়োজনীয় বার্তার ভিড়ে। বাসিন্দাদের একাংশের অভিমত, সুপ্রভাত-শুভ রাত্রির গুঁতোয় গুরুত্বপূর্ণ খবর নজর এড়িয়ে যাচ্ছে। এর সমাধানে গ্রুপে যাতে অপ্রয়োজনীয় বার্তা না দেওয়া হয়, পুলিশ সেই অনুরোধ করছে বলে জানাচ্ছেন পুলিশের এক কর্তা।
সল্টলেকের জিডি ব্লক কমিটির সভাপতি কুমারশঙ্কর সাধুর কথায়, ‘‘বারবার আবেদন করা হলেও কেন এমন বার্তা পাঠানো হচ্ছে, জানি না। আশা করি সমস্যা দ্রুত মিটবে।’’ তবে পুলিশের আবেদনে কিছু কিছু ক্ষেত্রে কাজ হয়েছে। ওই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলির মধ্যে একটির ‘অ্যাডমিন’ পার্থ চক্রবর্তী জানিয়েছেন, আগের তুলনায় সমস্যা কিছুটা নিয়ন্ত্রণে এসেছে।