Mamta Kulkarni

১২ বছর ধরে যোগিনী, বাঙালি স্বামীর মাদক পাচার যোগ নিয়ে কী বললেন মমতা কুলকার্নি?

স্বামী ভিকি গোস্বামীর সঙ্গে মাদক পাচার চক্রে যুক্ত ছিলেন মমতা! বেকসুর খালাস হওয়ার পর বাঙালি পরিবারের বৌ হওয়ার তত্ত্ব নিয়ে কী বললেন অভিনেত্রী?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ১৯ ডিসেম্বর ২০২৪ ১৮:১৮
Share:

মমতা কি সত্যি বাঙালি বাড়ির বৌ! ছবি: সংগৃহীত।

২৪ বছর নিজের দেশ ছেড়ে ছিলেন। মাথার উপরে ঝুলছিল ২০০০ কোটি টাকার মাদক মামলা। যদিও বরাবরই সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন অভিনেত্রী মমতা কুলকর্নি। শোনা গিয়েছিল, স্বামী ভিকি গোস্বামীর সঙ্গে মাদক পাচার চক্রে যুক্ত তিনি! তাঁদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন বলিউডের বেশ কিছু তারকা। তবে মমতা নাকি ভিকিকে বিয়েই করেননি। নিজেকে যোগিনী বলে দাবি করে জানালেন, ভিকির সঙ্গে তাঁর কী সম্পর্ক।

Advertisement

২০১৬ সালের এপ্রিল মাসে ঠাণে থেকে ড্রাগ পাচারকারী একটি চক্র ধরা পড়ে পুলিশের হাতে। দু’হাজার কোটি টাকা মূল্যের ২০ হাজার কিলোগ্রাম কাঁচামাল বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতার করা হয় আট জনকে। তাঁদের জিজ্ঞাসাবাদের পরই ভিকি গোস্বামীর নাম উঠে আসে। সে সময় জানা যায় মুম্বইয়ের অদূরে চলা এই চক্রের মূল পান্ডা ভিকি। মহারাষ্ট্র থেকে ওই ড্রাগ হাত ঘুরে আমেরিকা এবং কেনিয়ায় পাড়ি দিত। এর আগে ড্রাগ পাচারের অভিযোগে ২০১৪ সালে দুবাই থেকে ভিকিকে গ্রেফতার করেছিল কেনিয়া পুলিশ। পরে অবশ্য তিনি জামিনে ছাড়া পান। সেই সময় জানা যায় ভিকি নাকি মমতার স্বামী। কিন্তু সম্প্রতি সেই মামলার রায় দেয় বম্বে হাইকোর্ট। বেকসুর খালাস হন অভিনেত্রী। ইতিমধ্যেই দেশে ফিরেছেন মমতা। সম্প্রতি এক সাক্ষাৎকারে, মমতা ভিকির সঙ্গে বিবাহিত সম্পর্কের কথা অস্বীকার করেছেন। অভিনেত্রী বলেন, ‘‘গত ১২ ধরে আমি যোগিনী, আমি ধর্মচর্চা করি। পেঁয়াজ রসুন পর্যন্ত ছুঁয়ে দেখি না। এটা ঠিক একটা লম্বা সময় ভিকির সঙ্গে ছিলাম। আমি ওকে সব সময় ভালবেসেছি। কিন্তু আমার আধ্যাত্মিকতার জন্য এই সম্পর্কটা নষ্ট হয়ে যায়।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement