আগামী দু’দিন কলকাতায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। ফলে বজায় থাকবে শীতের আমেজ। ফাইল চিত্র।
বছরের শেষবেলায় শীতের কামড় কলকাতায়। কনকনে ঠান্ডাকে সঙ্গী করেই নতুন বছরে পা দিতে চলেছে শহর কলকাতা। শুক্রবার সকাল থেকেই শীতের শিরশিরানি ভাব বজায় রয়েছে। বইছে উত্তুরে হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী দু’দিন কলকাতায় তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। ফলে বছর শেষের দিন ও নতুন বছরের প্রথম দিনে শহরে শীতের আমেজ মালুম হবে।
হাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রার পারদ ছুঁয়েছে ১৪.৩ ডিগ্রি সেলসিয়াসে। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক। ফলে সকাল থেকেই ঠান্ডার আমেজ বজায় রয়েছে। শুক্রবার কলকাতায় আকাশ প্রধানত পরিষ্কার থাকবে। আগামী কয়েক দিন সকালের দিকে কোথাও কোথাও কুয়াশা থাকতে পারে। কলকাতার পাশাপাশি জেলাগুলিতেও কনকনে ঠান্ডার দাপট বজায় রয়েছে।
আগামী দু’দিন তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। তবে তার পর থেকে ধীরে ধীরে আবার ২-৩ ডিগ্রি তাপমাত্রা বাড়তে পারে। চলতি বছর ডিসেম্বরের প্রথম দিকে এক ধাক্কায় অনেকটা পারদ নেমেছিল কলকাতায়। কিন্তু বড়দিনের সময় উধাও হয়ে যায় শীত। বাড়তে থাকে তাপমাত্রা। চলতি সপ্তাহের শুরুতে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২০ ডিগ্রির ঘরে পৌঁছে গিয়েছিল। উচ্চচাপ বলয়ের জেরে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে সমুদ্র থেকে আসা হাওয়ার দাপট বেড়ে যাওয়ার পাশাপাশি, উত্তুরে ঠান্ডা হাওয়ার দাপট কমে গিয়েছিল। সেই কারণে ডিসেম্বরের শেষ লগ্নে শীতল ভাব ফিকে হয়েছিল।
তবে গতকাল থেকে আবার পারদপতন শুরু হয়েছে। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস। আগামী দু’দিন শীতের এমন আমেজই আপাতত বহাল থাকবে বলেই আশ্বাস দিয়েছে হাওয়া অফিস।