West Bengal Weather

বছরের প্রথম দিনেই লাফিয়ে বাড়ল তাপমাত্রা! চেনা শীত উধাও, বড়দিনের মতো নববর্ষও ‘উষ্ণ’

শনিবার, বছরের শেষ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তা-ও ছিল স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ল শহরে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ জানুয়ারি ২০২৩ ১০:৩১
Share:

চেনা শীতের দেখা মিলল না নতুন বছরের প্রথম দিনেও। ছবি: পিটিআই।

বড়দিনের পর চেনা শীতের দেখা মিলল না নতুন বছরের প্রথম দিনেও। বরং লাফিয়ে বাড়ল তাপমাত্রা। রবিবার কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৭.৫ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে যা ৪ ডিগ্রি বেশি।

Advertisement

শনিবার, বছরের শেষ দিনে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৮ ডিগ্রি সেলসিয়াস। তা-ও ছিল স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। রবিবার এক ধাক্কায় ৩ ডিগ্রি তাপমাত্রা বাড়ল শহরে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। এই তাপমাত্রাও স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি বেশি। সার্বিক ভাবে রবিবার আকাশ থাকবে মেঘমুক্ত। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়লে তা কেটে যাবে।

Advertisement

হাওয়া অফিস জানিয়েছে, উত্তুরে হাওয়া বেশ দুর্বল। তাই জানুয়ারির শুরুতেও চেনা শীতের দেখা না পাওয়ার সম্ভাবনা প্রবল। বরং গরম বাড়তে পারে আরও। তাপমাত্রার পারদ নতুন বছরের শুরুতেই ঊর্ধ্বমুখী। আগামী কয়েক দিনে ২ থেকে ৩ ডিগ্রি পারদ চড়ার পূর্বাভাস রয়েছে।

বস্তুত, এ বছর শীতে ঠান্ডার পরিবর্তে গরম অনুভূত হয়েছে বেশি। ধারাবাহিক ভাবে ডিসেম্বরের পারদ ছিল ঊর্ধ্বমুখী। তাপমাত্রা পৌঁছে গিয়েছিল ২০ ডিগ্রি সেলসিয়াসেও, স্বাভাবিকের চেয়ে যা ৬ থেকে ৭ ডিগ্রি বেশি। বছরের শেষের দিকে সামান্য পারদ পতন হলেও নতুন বছরে আবার বাড়ল তাপমাত্রা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement