রেশনের চাল-গম পাচার করতে গিয়ে চিৎপুরে ধৃত যুবক

লকডাউন মধ্যে বেআইনি মজুতের অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ এপ্রিল ২০২০ ১৮:৩৬
Share:

৪০০ কেজি চাল এবং ১০০ কেজি গম উদ্ধার করা হয়েছে। —নিজস্ব চিত্র।

রেশনের চাল-গম বেআইনি ভাবে পাচারের অভিযোগে এক যুবককে গ্রেফতার কর কলকাতা পুলিশ।

Advertisement

লকডাউনের মধ্যে গরিব মানুষের জন্য রেশন দোকান থেকে বিনামূল্যে খাদ্যসামগ্রী বিলি করছে রাজ্য সরকার। রেশনের বরাদ্দ সেই চাল-গমই পাচার হয়ে যাচ্ছিল অন্যত্র। একটি সূত্র মারফত বিষয়টি জানতে পারে কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। নজর রাখা হচ্ছিল ওই দোকানের উপরে। সোমবার চিৎপুর থানা এলাকার বীরপাড়া লেনে অভিযান চালিয়ে অবশেষে হাতেনাতে গ্রেফতার করা হয় ওই যুবককে। ধৃতের নাম সুদীপ সাউ। পাচারের সময় ৪০০ কেজি চাল এবং ১০০ কেজি গম-সহ ধরা পড়ে যায় সুদীপ।

লকডাউন মধ্যে বেআইনি মজুতের অভিযোগ উঠছে বিভিন্ন জায়গায়। এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকেরা বাজার-দোকানে নজরদারি চালাচ্ছেন। কিছু দিন আগে কাশীপুর এলাকা থেকে বেআইনি ভাবে চাল মজুত করার অভিযোগে দু’জনকে গ্রেফতার করছিল। শুধু বেআইনি মজুত নয়, বাজারের সব্জির দাম যাতে নিয়ন্ত্রণে থাকে সেদিকেও নজর রয়েছে আধিকারিকদের। অভিযোগ এলেই দ্রুত ব্যবস্থাও নেওয়া হচ্ছে বলে জানিয়েছে লালবাজার।

Advertisement

আরও পড়ুন: রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা ৬১, মৃত ৩, নবান্নে জানালেন মুখ্যমন্ত্রী​

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement