ডানলপে বাস ধরার লাইন। নিজস্ব চিত্র।
ভিড় দেখলে মনে হবে লকডাউনের আগের ছবি। কিন্তু যাত্রীদের মুখে মাস্ক, হাতে গ্লাভস দেখে বোঝা যায় লকডাউনের সময়কারই ছবি।
গত দু’দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই ছবিটি ডানলপ-বালিগঞ্জ রুটের ‘এস ৯এ’ বাসের বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার সকালে ‘এস ৯এ’ রুটের সরকারি বাসের ডানলপ টার্মিনাসে গিয়ে দেখা গেল শ’খানেক মানুষের লম্বা লাইন। গোটা দেশ জুড়ে সব লাইনে সামাজিক দূরত্ব বিধির কথা বলা হলেও, এই লাইনে মানুষ দাঁড়িয়ে প্রায় গায়ে গা ঠেকিয়ে।
এক এক জন দাঁড়িয়ে রয়েছেন তিন ঘণ্টারও বেশি সময়। এক ঘণ্টা অন্তর অন্তর বাস। ২০ জন যাত্রী নেওয়া হবে। তাই বাসের জন্য অন্তহীন প্রহর গোনা। যাত্রীদের অভিযোগ, যাত্রীর তুলনায় বাস খুবই কম। টার্মিনাস থেকে ২০ জন যাত্রী নিয়ে ছাড়লেও তার পর থেকে শিকেয় উঠছে সামাজিক দূরত্ব বিধি। প্রচুর মানুষ উঠে পড়ছেন বাসে।
আরও পডু়ন: পরিযায়ী শ্রমিকদের বিনামূল্যে ২ মাস খাদ্য, হকারদের ঋণ, ঘোষণা অর্থমন্ত্রীর
আরও পডু়ন: লন্ডনে সব আইনি রাস্তা প্রায় বন্ধ, বিজয় মাল্যর প্রত্যার্পণ কি সময়ের অপেক্ষা?