ফিরহাদ হাকিম। ফাইল চিত্র।
পুর পরিষেবা নয়, শনিবারের ‘টক টু মেয়র’ অনুষ্ঠানে ফোনে বেশির ভাগ আবেদনই ছিল করোনা-আতঙ্ক এবং বর্তমান পরিস্থিতি ঘিরে। লকডাউনের ফলে পরিজন আটকে আছেন কেরল, মুম্বই বা উত্তরপ্রদেশে। এ নিয়ে উদ্বেগের কথা মেয়রকে জানালেন এ শহরের নাগরিক থেকে শুরু করে অন্য জায়গায় আটকে থাকা বাঙালিরা।
কেরলে কাজের সূত্রে আটকে পড়া এক বাঙালি সরাসরি মেয়রকে ফোনে বলেন, “খাবার পাচ্ছি না। থাকার জায়গা নেই। কিছু করা যায়?” ফিরহাদ হাকিম তাঁকে জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ভিন্ রাজ্যে আটকে থাকা বাঙালিদের থাকা এবং খাওয়ার ব্যবস্থা করতে ওই সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের অনুরোধ করেছেন। তিনি বলেন, “যেখানে রয়েছেন সেই এলাকার জেলাশাসকের অফিসে যোগাযোগ করুন। সাহায্য পাবেন। প্রয়োজনে নবান্নের কন্ট্রোলরুমে বিশদে জেনে নিন।”
লকডাউন সত্ত্বেও এলাকায় জনসমাগম হচ্ছে, এমন অভিযোগ জানিয়ে এ দিন অনুষ্ঠানে ফোন আসে। হরিদেবপুরের নতুনপল্লি থেকে এক বাসিন্দা ফোন করে মেয়রকে বলেন, “নিষেধাজ্ঞা উপেক্ষা করে ভিড় করছেন অনেক মানুষ। কিছু করুন।” মেয়র বিষয়টি স্থানীয় থানাকে দ্রুত জানাতে নির্দেশ দেন। এ দিনের অনুষ্ঠানে পুর পরিষেবা নিয়ে প্রশ্ন করে একাধিক ফোন এসেছিল। তবে তার মধ্যে যেগুলি জরুরি, শুধু সেগুলি করা হচ্ছে বলে জানান তিনি।
অভূতপূর্ব পরিস্থিতি। স্বভাবতই আপনি নানান ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। ঘটনার বিবরণ, ছবি, ভিডিয়ো আমাদের ইমেলে পাঠিয়ে দিন, feedback@abpdigital.in ঠিকানায়। কোন এলাকা, কোন দিন, কোন সময়ের ঘটনা তা জানাতে ভুলবেন না। আপনার নাম এবং ফোন নম্বর অবশ্যই দেবেন। আপনার পাঠানো খবরটি বিবেচিত হলে তা প্রকাশ করা হবে আমাদের ওয়েবসাইটে।